PDA

View Full Version : বোনাস নিয়ে কনফিউশনে আছি।



Mas26
2022-05-24, 06:29 PM
আজ 24 শে মে 2022 আমি এখনো পর্যন্ত আমার এপ্রিল মাসের বোনাস পাইনি। আপনারা যদি কেউ বোনাস পেয়ে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। আসলে আমি সিওর হতে পারছিনা যে আপনারা কি বোনাস পেয়েছেন নাকি। কারণ সাধারণত কোন মাসের বোনাস পেতে এত দেরি হয় না আমি যতদূর জানি। কিন্তু আমার কারো সাথে যোগাযোগ না থাকার কারণে আসলে আমি এখনো এই বিষয়টি নিয়ে কনফিউশন এর মধ্যে আছি যে এখনো কি বোনাস দিয়েছে নাকি দেয়নি। যদি কেউ বোনাস পেয়ে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। পোস্টে কমেন্ট করার মাধ্যমে। আসলে বোনাস পেতে এত দেরি হচ্ছে যার কারণে পোস্ট করলাম।
আর যদি বোনাস না দিয়ে থাকেন তাহলে এটা টেকনিক্যাল সমস্যার কারণেও হতে পারে। কারণ কিছুদিন যাবত আমি লক্ষ্য করছি পোস্ট করার জায়গায় অনেক স্লো কাজ করছে এবং অনেক বিষয়গুলো মিসিং আছে। যেগুলোর মাধ্যমে আমরা সহজে পোস্ট করতে পারতাম। বিভিন্ন সময়ে ছবি পোস্ট করতে পারতাম সেই অপশনগুলো সো করছে না। সাধারণত এটা টেকনিক্যাল সমস্যার কারণে হচ্ছে। তবে বোনাস যদি না পেয়ে থাকেন তাহলে সম্মানিত মডারেটরগণদের বিষয়টি জানাতে পারেন। মডারেটরগন যাচাই করে আমাদেরকে জানাবেন। সম্মানিত মডারেটররা এ বিষয়ে আমাদেরকে সব সময় সঠিক সমাধান দিয়ে থাকেন। তাই কোনো সমস্যা হলে আপনারা সম্মানিত মডারেটর দের সাথে যোগাযোগ করবেন এবং তারা যেকোন সমস্যা সম্পর্কে সঠিক সমাধান দিবেন ধন্যবাদ সবাইকে।

samun
2022-05-31, 10:56 PM
ইন্সটা ফরেক্স ব্রোকার হাউজ এমন একটি ব্রোকার হাউজ যেখানে ফোরাম পোস্ট এর মাধ্যমে বোনাস প্রদান করা হয় অন্য কোন ব্রোকার হাউজের এমন সুবিধা আছে কিনা আমার জানা নেই তবে বেস্ট দীর্ঘদিন যাবত এই ব্রোকার হাউজের বোনাস প্রদানে বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে তাহলে সঠিক সময়ে বোনাস প্রদান না করা কিন্তু এমন না যে এখানে মোটেও বোনাস দেওয়া হচ্ছে না এটি দ্রুত সমাধানের জন্য মডারেটরের নিকট প্রার্থনা জানাচ্ছি

Hridoy6763
2022-06-01, 09:50 AM
বোনাস নিয়ে কনফিউশন এ থাকার কনো কারন নেই,মাঝে মাঝে বোনাস আমাদের ট্রেডিং একাউন্ট এ এড হতে অনেক দেরি করে থাকে,কিন্তু দেরি হলেও আমরা ঠিক আমাদের ফোরাম বোনাস ট্রেডিং একাউন্ট এ পেয়ে থাকি,তাই আপনি চিন্তা মুক্ত ভাবে পোস্ট করতে থাকেন,আমি অনেক বছর ধরে এই ফোরাম এর সাথে যুক্ত আছি কিন্তু আমি কখনো বোনাস মিস হতে দেখিনি,দেরিতে হলেও আমার বোনাস পেয়েছি,এই এমন সুবিধা শুধুমাত্র আমাদের ইন্সটা ফরেক্স ব্রোকার দিয়ে আসছে,তাদের এমন সুন্দর সহযোগীতার মন মানসিকতা না থাকলে আমাদের মতো অনেক ট্রেডার এর এই বিজিনেস পরিচালনা করার সম্ভব হতো না,গত মাসের বোনাস ৩০ এ মে তে আমাদের সবার একাউন্ট এ এড হয়েছে,অনেক এ অনেক ভালো বোনাস পেয়েছে যা দিয়ে সুন্দর ভাবে এই ট্রেডিং বিজিনেস পরিচালনা করা যাই,সুন্দর পোস্ট দিলে বোনাস ও অনেক সুন্দর হয়ে থাকে।

jasminbd
2022-06-02, 01:03 PM
ত ৩০শে মে ভোরের দিকে আমি এপ্রিল মাসের বোনাস পেয়েছি। ফোরামের সকল সদস্যদের পোস্টিং বোনাস এক সাথে পাঠিয়ে দেয়। সেই হিসাবে আপনিও বোনাস পেয়ে যাওয়ার কথা। তাই বোনাস পেয়েছেন কিনা তা জানতে অনুগ্রহ করে প্লাটফর্মে লগইন করে সর্বশেষ বোনাস কোন তারিখে ডুকেছিল তা চেক করুন। যদি বোনাস এখনো না পেয়ে থাকেন তাহলে আপনি ফোরামের মোডারেটরদের সাথে যোগাযোগ করুন। তবে অনেক সময় পোস্টের মান ভাল নাহলেও কিন্তু অ্যাকাউন্টে বোনাস আসে না। যদি আপনার পোস্টগুলো মানহীন হয় তবে সে পোস্টগুলোর জন্য আপনাকে বোনাস দিবে না। কারন আপনার পোস্টগুলোর isca সিস্টেম দ্বারা অনুমোদিত হয় নি। isca স্বয়ংক্রিয় ভাব্রে পোস্টের গুনগত মান পরিক্ষা করে তার পর বোনাস দেয়। তাই এখন আগের মত যেমন ইচ্ছা তেমন পোস্ট করে বোনাস পাওয়ার কথা চিন্তা করা ভুলে যান। আমাদের এই ফোরামে এখনো বেশির ভাগ সদস্য শুধুমাত্র বোনাস পাওয়ার জন্য যা তা পোস্ট করে। তাই তাদের কে বলব পোস্টের সংখ্যার উপর নজন না দিয়ে পোস্টের গুনগত মানের উপর নজর দিন। তাহলে বোনাস আসবে। গ