PDA

View Full Version : নিশান-মিত্সুবিশির ১৫ হাজার ডলারের ইভি উন্মোচন



DhakaFX
2022-05-26, 01:05 PM
http://forex-bangla.com/customavatars/1227095897.jpg
দুটি নতুন বিদ্যুচ্চালিত মিনি মডেল উন্মোচন করেছে নিশান ও মিত্সুবিশি মোটরস। ছোট ও সাশ্রয়ী মূল্যের এ গাড়ি গ্রাহকের কাছে জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান দুটি। চলতি বছরের মাঝামাঝি থেকে জাপানে ১৫ হাজার ডলারেও কম দামে গাড়ি দুটির বিক্রি শুরু হবে। এগুলো বিশেষ করে বড় শহরের বাইরে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে খুব জনপ্রিয় হবে। কারণ, সেখানকার রাস্তাগুলো সরু এবং গণপরিবহনও খুব কম।