Log in

View Full Version : Forex কি অনেক কঠিন একটা ব্যবসা।



Mas26
2022-05-30, 10:50 AM
আমার জানা মতে পৃথিবীতে এমন কোনোও ব্যবসা নাই যাতে কোনোও প্রকার ঝুঁকি নাই৷তাই আমাদেরকে ঝুঁকিও নিতে হবে,ব্যবসা শিখতে হবে এবং আয় রোজগার করতে হবে৷ভয় পেলে চলবে না বরং এই ভয়কে জয় করতে হবে৷অন্যরা পারলে আমরা কেন পারব না ? ফরেক্স মার্কেটে ব্যবসা করা যেমন ঝুঁকিপূর্ণ তেমনি বেশ লাভজনক৷ফরেক্স মার্কেটে প্রতিষ্ঠিত হতে হলে আপনাকে অবশ্যই দীর্ঘ কয়েক বছর যাবত নিয়মিত ধ্যান সাধনা করতে হবে,খুঁটিনাটি সবকিছু বিষয় শিখতে হবে,বিভিন্ন সোর্স থেকে ট্রেডিং কলাকৌশলগুলো জানতে হবে,প্রফিটেবল স্ট্রাটেজি খুঁজে বের করতে হবে এবং সেগুলোকে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করে করে মজবুত করতে হবে৷এরপর আপনি রিয়েল একাউন্টে ট্রেড করার জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন৷আর এইসব কিছুর জন্যই আপনাকে পর্যাপ্ত সময় ব্যয় করে মার্কেটে নিয়মিত লেগে থাকতে হবে৷যদি সম্ভব হয় তাহলে টিকে থাকতে পারবেন আর যদি সম্ভব না হয় তাহলে ফরেক্স মার্কেটে ব্যবসা না করাই উত্তম৷

md mehedi hasan
2022-05-30, 12:32 PM
অবশ্যই ফরেক্স মার্কেট একটি কঠিন বিজনেস।কারন আপনি যে কোন ব্যবসা করেন না কেন তাতে সফলতা অর্জন এর হার বেশি।কিন্তু ফরেক্স হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনি যদি লস করেন আপনার সম্পূর্ণ মূলধন হারাতে হবে।আপনি যদি অন্য কোন বিজনেস করেন তাহলে আপনার যদি লস হয়।তাহলে আপনার সম্পূর্ণ মূলধন হারাতে হবে না।আপনার মূলধনের বিশ বা ত্রিশ পারসেন্ট হারাবেন।আর বাকি যা থাকবে তা দিয়ে আপনি নতুন করে শুরু করতে পারবেন।তাই ফরেক্স মার্কেটে প্রবেশ করার আগে অনেক ভেবে চিন্তে এবং এর রিক্স সম্পর্কে জেনে এই মার্কেটে আসবেন।

samun
2022-05-31, 09:13 PM
প্রাথমিক অবস্থায় পৃথিবীর সকল কাজই কঠিন কঠিন কাজ সহজ করে নেওয়া সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে ফরেক্স মার্কেট অবশ্যই একটি কঠিন ব্যবসা তার কারণ এটি আন্তর্জাতিক মুদ্রা বিনিময় বাজার এখানে কাজ করতে হলে অবশ্যই নিজের দক্ষতা অভিজ্ঞতা ধৈর্য পরিশ্রম সকল কিছুর সমন্বয় কাজ করতে হবে না হলে ফরেক্স মার্কেটে টিকে থাকা অসম্ভব আবার আরেকটা কথা আছে কঠিন বলে কোন কিছুই নেই আসলে কঠিন কে জয় করে সহজ করে নিতে হয় তবে ফরেক্স মার্কেটে লংটাইম টিকে থাকা সম্ভব