PDA

View Full Version : এশিয়া কাপ ২০২২ আপডেট নিউজ



Tofazzal Mia
2022-05-31, 11:15 AM
আগে খবর বেরিয়েছিল এশিয়া কাপ আয়োজন করতে চায় না শ্রীলঙ্কা। তবে নতুন খবর হলো, এশিয়া কাপ আয়োজনে পুনরায় আগ্রহ দেখিয়েছে লঙ্কান বোর্ড। তবে পাকিস্তানের আন্তর্জাতিক সূচির সমন্বয় করার জন্য আসরটি এগিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। সূচি অনুযায়ী, ২৭ আগস্ট এশিয়া কাপ শুরুর কথা ছিল। কিন্তু আসরটি ২৪ আগস্ট শুরু করে ৭ সেপ্টেম্বর শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখন শ্রীলঙ্কায় এশিয়া কাপের সম্ভাবনা এবং সূচি এগিয়ে আনার বিষয়টি ভেবে দেখছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার কথা ভাবা হচ্ছিল। মুলত পাকিস্তানসহ আরও দু-একটি দেশ এশিয়া কাপ এগিয়ে আনার প্রস্তাব করেছে। সেপ্টেম্বরের শেষে সাত ম্যাচের টি-২০ খেলতে ইংল্যান্ডের পাকিস্তান সফরে যাওয়ার কথা আছে। ওই সিরিজের জন্যই এশিয়া কাপ এগিয়ে আনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ আছে। ওই বিশ্বকাপের জন্য এবারের এশিয়ান আসর হবে টি-২০ ফরম্যাটে। করোনার কারণে গত দুই এশিয়া কাপের আসর আয়োজন করা সম্ভব হয়নি। এবারের আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে।
http://forex-bangla.com/customavatars/1492234703.jpg