PDA

View Full Version : ট্রেড এন্ট্রি নিলে টেনশন বেড়ে যায় কেন।



md mehedi hasan
2022-05-31, 06:50 PM
ফরেক্স মার্কেটে আমাদের একটি কমন সমস্যা হলো ট্রেড এন্ট্রি নিলে প্রেশার বারে।এই সমস্যার সহজ সমাধান থাকলেও আমরা টেনশনে থাকি।ট্রেড এন্ট্রি নিলে প্রেশার বারার অনেক গুলো গুরুত্বপূর্ণ কারন আছে।ট্রেড এন্ট্রি নিলে টেনশন বেড়ে যাওয়ার প্রথম কারন হলো।আমরা ফরেক্স মার্কেটে বেশির ভাগ সময়ই লস করি।আর এজন্য আমরা এন্ট্রি নেওয়ার পর ভাবি যে এই ট্রেড টাও লস হবে।আর এই চিন্তা আসে আমাদের দক্ষতার অভাবে ও নিজের স্ট্র্যাটেজি উপর বিশ্বাস না থাকার কারণে।আর দ্বিতীয় কারণ হলো মানিমেনেজমেন্ট না করে অতিরিক্ত লাভের আশায় অভার লটে ট্রেড করা।আর তৃতীয় কারন হলো আমরা একটি ট্রেড এন্ট্রি নেওয়া পর বারবার মার্কেটে চেক করি।যে ট্রেডটি লাভে গেল না লসে গেল।আর এই সমস্যার সহজ সমাধান হলো।আপনি একটি স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করেন।যখন দেখবেন মার্কেটে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড এন্ট্রি আছে তখন আপনি বেশি চিন্তা না করে আপনার একাউন্ট্ এর ডিপোজিট অনুযায়ী মানিমেনেজমেন্ট করে ট্রেডে প্রবেশ করবেন।এরপর আপনার কাজ হলো নিজের উপর বিশ্বাস রাখা।আপনি ভাববেন একটি ভালো এন্ট্রি আপনাকে ভালো প্রফিট এনে দিবে।এর জন্য বারবার মার্কেট চেক করা থেকে বিরত থাকবেন।দেখবেন আপনি সফল হবেন।

samun
2022-05-31, 09:08 PM
ভাই আপনি যে কথাটা বলেছেন খুব দারুণ একটি বিষয় উল্লেখ করেছেন আসলে ফরেক্স মার্কেটে আমরা সাধারণত যে সকল ট্রেডার ট্রেড ওপেন করে থাকে তারা না বুঝে না শুনে মানি ম্যানেজমেন্ট কে সঠিকভাবে পরিচালনা করে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি যার কারণে পরবর্তীতে কি হবে এ কথাটা ভেবে বেস্ট টেনশন বেড়ে যায় যেমন মাঝেমাঝেই আমার এই সমস্যাটা হয় মার্কেটের শুধুমাত্র মুভমেন্ট এর উপর নির্ভর করেই আমি যার কারণে পরবর্তীতে দেখা যায় আমার বড় ধরনের লোকসান গুনতে হয় এক্ষেত্রে অবশ্যই একজন প্রার্থী সতর্কতার সাথে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে তার পরেও কিছুটা টেনশন থেকেই যায়