Smd
2022-06-01, 08:24 PM
বর্তমানের পরিস্থিতিতে আরো ঘোলাটে হয়ে গেছে তেল বানিজ্য। জার্মানি এবং ডেনমার্কের দুটি বৃহৎ গ্যাস কোম্পানিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়ার জায়ান্ট গ্যাজপ্রম। সুইডেনের অরস্টেড এবং জার্মানিতে শেল এনার্জি ইউরোপ লিমিটেড রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে অস্বীকার করায় গ্যাজপ্রম এই ব্যবস্থা নিয়েছে। এনিয়ে রাশিয়া মোট ৬টি দেশকে গ্যাস সরবরাহ বন্ধ করল। তবে জার্মানির সঙ্গে রাশিয়ার গ্যাস সরবরাহের বিষয়টি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়নি। গাজপ্রম এক বিবৃতিতে বলেছে ৩১ মে ব্যবসায়িক লেনদেনের সময়সীমা শেষ হলেও সুইডিশ কোম্পানি অরস্টেড সেলস অ্যান্ড সার্ভিস রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করে নি। ফলে রাশিয়া থেকে সুইডেনের এই কোম্পানিকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। সুইডেনে রাশিয়া থেকে যত গ্যাস সরবরাহ করা হয় তার দুই-তৃতীয়াংশ অরস্টেড সেলস অ্যান্ড সার্ভিস নিয়ে থাকে। অন্যদিকে শেল এনার্জি ইউরোপ লিমিটেড জার্মানিকে রাশিয়া থেকে প্রতিবছর ১২০ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করে থাকে। জার্মানি প্রতিবছর নয় হাজার পাঁচশ কোটি ঘনমিটার পরিমাণ গ্যাস ব্যবহার করে, তার মধ্যে শেল কোম্পানি সরবরাহ করে শতকরা ২.৬ ভাগ গ্যাস। জার্মানিতে প্রধান গ্যাস সরবরাহকারী কোম্পানি ইউনিপার এবং আর ডাব্লিউ ই রুবলের মাধ্যমে রাশিয়াকে গ্যাসের মূল্য পরিশোধ করতে রাজি হয়েছে। রাশিয়ার অ্যানর্জি জায়ান্ট গাজপ্রম সম্প্রতি বুলগেরিয়া, পোল্যান্ড, ফিনল্যান্ড এবং হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।