PDA

View Full Version : কতিপয় গুরুত্বপূর্ণ পরামর্শ।



EmonFX
2022-06-03, 10:42 PM
* সোমবার ট্রেড করা থেকে বিরত থাকা।
* শুক্রবার নতুন এন্ট্রি নেয়া থেকে বিরত থাকুন।
* মানি ম্যানেজমেন্ট শতভাগ মেনে চলার মানুষিকতা তৈরি করুন।
* ৩ টা কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেয়া থেকে বিরত থাকুন।
* প্রফিটের ট্রেড চাইলে ম্যানুয়ালি ক্লোজ করতে পারেন কিন্তু লছের ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করবেন না। সবচেয়ে উত্তম সেট অ্যান্ড ফরগেট স্টাইলে ট্রেড করুন। অর্থাৎ হয় টিপি না হয় এস এল।
* এস এল ছাড়া ট্রেড করা পরিহার করুন।
* রিস্ক রেশিও কমপক্ষে ১:১ হওয়া আবশ্যক।
* সাপোর্ট রেসিস্ট্যান্স জোন, সাপ্লাই ডিমান্ড, ফিবোনাচ্চি, ট্রেন্ড লাইন ব্রেক আউট ভালোভাবে বুঝতে হবে।
* ক্যান্ডেস্ট্রিক প্যাটার্ন সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
* নিজের স্ট্রাটেজি থাকা আবশ্যক এবং স্ট্রাটেজির উপরে ভরশা থাকা আবশ্যক।
* স্ক্যাল্পিং ও নিউজ ট্রেড পরিহার করুন।
* লাইভ অর্ডার এর অপেক্ষায় না থেকে পেন্ডিং অর্ডার দিয়ে রাখা উত্তম।
* টাইম ফ্রেম MN, Daily, H4 দিয়ে মার্কেট এনালাইসিস করবেন। মার্কেট ম্যাক্সিমাম সময় হায়ার টাইম ফ্রেমকে রেসপেক্ট করে। তাই আপনিও হায়ার টাইম ফ্রেমকে রেসপেক্ট করার চেষ্টা করুন।
* ইন্ট্রাডে ট্রেডারা H1 এ ইন্ট্রি খুঁজবেন। (যারা ম্যানুয়ালি মার্কেট এন্ট্রি নিবেন)
* নির্দিষ্ট পরিমানের ইনকামের টার্গেট নিয়ে ট্রেড করা পরিহার করুন। এটাই ট্রেডারকে মানুষিক চাপে ফেলে দেয়।
* যেকোনো একটি সিরিয়ালের পেয়ারে ফলো করবেন। যেমন USD তে করতে চাইলে EU, UC, UChf, NU, GU, UJ, AU এবং XU
* Correlation এর চেয়ে ট্রেন্ড কে বেশি ফলো করবেন।
* রিট্রেসমেন্টে এন্ট্রি নেয়ার অভ্যাস পরিহার করুন।
* ৫০ পিপ্স আপনার ফেবারে গেলেই ব্রেক ইভেন দিয়ে দিবেন।

samun
2022-06-05, 10:52 PM
ইমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে সকল বিষয়গুলো এখানে উত্থাপন করেছেন তার নতুন করে আর কিছু বলার নেই ফরেক্স মার্কেটে আসলে সকল নতুন ট্রেডারদের জন্য এ সকল বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় না হলে ফরেক্স মার্কেটে টিকে থাকা অসম্ভব