PDA

View Full Version : হারানো ক্যাপিটাল পুনরুদ্ধার করা কঠিন।



EmonFX
2022-06-03, 10:47 PM
কেউ যদি তার অ্যাকাউন্টের কিছু অংশ হারায়, তাহলে তা পুনরুদ্ধার করা কতটা কঠিন?

আপনি যদি আপনার অ্যাকাউন্টের ৫০% হারান, তাহলে আপনাকে লস রিকভার করতে আপনার নতুন ব্যালেন্সের ১০০% লাভ করতে হবে। আর যদি ৭৫% হারান, তবে নতুন ব্যালেন্সের ৩০০% প্রফিট করতে হবে শুধুমাত্র পূর্বের লস রিকভার করার জন্য। তাই আপনি যদি একবার বিরাট লস করে তারপর সেই লস রিকভার নিয়ে ব্যস্ত থাকেন, তবে প্রফিট করবে কে?

এখানেই চ্যালেঞ্জ। চেষ্টা করে দেখুন ডেমো অ্যাকাউন্টে ৩০০% অথবা আপনার রিয়েল অ্যাকাউন্টে অন্তত ১০০% প্রফিট করতে পারেন কিনা। এটা অতটা সহজ হবেনা। মানি ম্যানেজমেন্ট এই জন্যেই গুরুত্বপূর্ণ।

samun
2022-06-05, 10:55 PM
ব্যালেন্স রিকভারি করা কতটা কঠিন এ বিষয়টি আমি অনেক উপলব্ধি করেছি তার কারণ জানুয়ারি মাসে আমি সর্বমোট 86 ডলার পেয়েছিলাম যার মধ্যে 79 ডলার আমি লস করি তবে সৌভাগ্যবশত আমি গোল্ড কারেন্সি মাধ্যমে অল্প অল্প করে সেই ব্যালেন্স রিকভারি করতে সক্ষম হয় পাশাপাশি 30 ডলার অর্জন করতে সক্ষম হয়েছে আসলে রিকভারি করা খুবই কঠিন একটি বিষয় তাছাড়া রিকভারি করতে অনেক সময় নিজের মেধার ওপর যথেষ্ট পরিমাণে চাপ সৃষ্টি করতে হয় যা অনেক সময় ভুল সিদ্ধান্ত হয়ে যায়