PDA

View Full Version : ফরেক্স মার্কেটে লস রিকভারির করা অসম্ভব ।



md mehedi hasan
2022-06-04, 11:05 AM
ফরেক্স মার্কেটে রিটেইলার ট্রেডার প্রতিনিয়ত লস করে।তাদের লসের কারন হলো অদক্ষতা অনিয়ম অতিরিক্ত লোভ।এ জন্যই আমরা প্রতি মাসে নিয়মিতভাবে বোনাস পেলেও তা রক্ষা করতে পারিনা।আসলে আমাদের মানষিক অবস্থা একটু অন্য রকম।আমরা বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট করলে উত্তোলন করে ফেলি।কিন্তু ভবিষ্যত এর চিন্তা করিনা।কারন আমরা যখন লস করবো তখন আমাদের মোট বোনাস এর কিছু অংশ কমে যাবে।আর এই ক্ষতি পূরন না করতে পারলে আমরা আর প্রফিট উত্তোলন করতে পারবো না।এই লস পূরন করতে যেয়ে আমরা আবার লস করি।এভাবেই আমরা একাউন্ট্ জিরো করি।এটাই বাস্তব।এই পরিস্থিতিতে আপনি কি করলে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন।আপনাকে প্রথমে যে কাজ টি করতে হবে সেটা হল আপনাকে ফরেক্স মার্কেট টিকে থাকার জন্য দক্ষতা বৃদ্ধি করা।এবং দ্বিতীয় কাজ হলো আপনি যদি বোনাস নিয়ে ট্রেড করে প্রফিট করলে তা দ্রুত উত্তোলন করবেন না।আপনার একাউন্ট্ যদি একশত হয়।এর উপর আরো ৫০ ডলার প্রফিট করে 150 ডলার করে এর উপর যা প্রফিট করবেন তা উত্তোলন করবেন।এভাবে টিকে থাকার চেষ্টা করা।

habibi
2022-06-05, 01:42 PM
অনেক প্রশ্ন করে কিভাবে লস করে জিরো হওয়া অ্যাকাউন্ট পুরনায় লাভে পরিনত করব? এখানে আমি দুঃখিত যে অ্যাকাউন্ট খোলার পরে লস করা অর্থ পুনরুদ্ধার করা যায় না। তবে এখানে নতুন করে শুরু করার সুযোগ থাকে যা থেকে আপনি পূর্বের লস কাটিয়ে নিতে পারেন। তিনি ইচ্ছুক এবং শিখতে প্রস্তুত যদি তিনি তার আত্মবিশ্বাস ফিরে পেতে পারে।

অ্যাকাউন্ট শূন্য হওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের নিম্মের এই পদক্ষেপগুলো অনুসরন করা দরকার-

১. ট্রেড হিস্ট্রির পরীক্ষা নিরিক্ষা : মার্জিন কল এর সম্মুক্ষিন হওয়ার পরে, ফরেক্স ট্রেডারকে ফিরে যেতে হবে এবং ভুল কি হয়েছে তা খুঁজে বের করার লক্ষ্যে মার্জিন কলকে পরিচালিত ট্রেডগুলো পুনরুদ্ধার করতে হবে।

২. ভুল থেকে শেখা: ট্রেডারা সমস্যাগুলির ক্ষেত্রগুলি সনাক্ত করতে সক্ষম হলে, সেগুলি থেকে তাদের শেখার জন্য প্রস্তুত থাকতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে সম্পর্কে সজাগ থাকতে হবে।

৩. অনুশীলন অব্যাহত রাখা: আবার শক্ত এবং আত্মবিশ্বাসী হতে, ফরেক্স ট্রেডারকে ভাল অনুশীলন করতে এবং ভাল ট্রেডিং গাইডলাইন থাকতে হবে।

৪. ট্রেডিং প্ল্যান: ফরেক্স ট্রেডার অবশ্যই ট্রেডিং প্ল্যান সেট করতে হবে যা অনুসরণ করা আবশ্যক।

৫. মানি ম্যানেজমেন্টঃ মানি ম্যানেজমেন্ট থাকলে কখনো একটি অ্যাকাউন্ট জিরো হয় না। রিস্ক রেসিও নেমে ট্রেড করতে হবে।

sss21
2022-06-29, 09:57 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকা যথেষ্ট কস্টকরই বটে বিশেষ করে যারা নতুন ট্রেডার তারা বেশিরভাগ সময়েই লস করে আর লসের মাত্রা কয়েকগুন বের হয়ে যায় যখন সে লস রিকোভারি করার চেষ্টা করে। মুলত বেশি তারাহুরা করে রিকোভার করাটাই আমাদের অভ্যাসে পরিনত হয়েছে, যে কারনে বেশিরভাগ সময়েই লসে পড়ে যেতে হয়। ফরেক্স মার্কেটে দ্রুত রিকোভার করতে যাওয়াটাই মুলত বোকামি, লস হবে স্বাভাবিক তবে আপনি যদি প্রোপার মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারেন সেক্ষত্রে লসও অনেক কম হবে, আর লস হলেও তার জন্য হতাশ না হয়ে ধূরে সুস্হে বুজে শুনে ট্রেড করতে পারলেই রিকোভার সম্ভব। আর আপনি যখন রিকোভার করতে পারবেন তখন আপনি পরবর্তীতে প্রফিটও করতে পারবেন।

mdzahidhasan
2022-10-15, 03:11 AM
ফরেক্স মার্কেটে পর্যাপ্ত পরিমান ট্রেডিং নলেজ এবং মার্কেটের প্রাইস মুভমেন্ট এবং মার্কেট এর ট্রেন্ড আইডিন্টিফিকেশন সম্পর্কে ধারণা নিয়ে ডিপোজিট করা প্রয়োজন | প্রচুর ডেমো ট্রেড প্রয়োজন শেখার জন্য | কারণ মার্কেটের শতকরা ৯৫% ট্রেডার ট্রেডিংসম্পর্কে দক্ষতা না থাকার কারণে লসে করে থাকে | মার্কেটের লস পুনরুদ্ধার করা কখনোই সম্ভব হয়না | কিনতু কি কারণে লস হয়েছে সেটা নিয়ে যদি কেউ বিস্তারিত স্টাডি করে ভুল শুধরে পরবর্তী ট্রেড এ প্রবেশ করে তাহলে লাভের পরিমান বাড়ানো সম্ভব যা কিনা পূর্বের লস কে পুষিয়ে দিতে পারে | এজন্য বেশি বেশি ফরেক্স নিয়ে পড়াশুনা করতে হবে মার্কেট স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা নিয়ে ট্রেড শুরু করতে হবে |

Rakib Hashan
2022-10-30, 11:52 AM
লস রিকভারির করার জন্য জানতে হবে কি কি কারণে একাউন্টে লস হতে পারে, যখন আপনি লস কমিয়ে ফেলবেন তখন ধীরে ধীরে আপনার আগের অবস্থানে ফিরে যাবেন।
১। ট্রেড দিছেন স্টপলস নাই। যতই পড়ুক ক্লোজ করি না।
২। স্টপলস দিছেন কিন্তু খালি নেগেটিভে মুভ করাইতে ছিলেন। স্টপ লস সরাইতে সরাইতে এক সময় স্টপ আউট ব্যালন্স।
৩। ওভার ট্রেডিংয়ের কারণে একাউন্টে লস হবেই।
৪। নিজের কোন স্ট্রাটেজি নাই। শুনে শুনে ট্রেড করি আর অন্যর কাছে জিজ্ঞেস করি, নিজের মাথায় কিছু নাই।
৫। শুধু চার্ট দেখে ট্রেড করা এবং শর্ট টার্ম ট্রেড করা।
৬। ১০০০ ডলার কে ২০০০ বানাইছেন। এরপর বড় লট বড় করে আম-ছালা সব হারায়।
৭। লসের ট্রেড ক্যারী করেন। মাগার ট্রেড লাভে দেখলে হাত চুলকায়।
৮। প্রায় সময় স্ট্রাটেজি খালি চেঞ্জ করেন।
৯। পারিবারিক বা সামাজিক অশান্তি।
১০। গত তিন মাস সবাই প্রফিট করেছেন দেখে মনে মনে ভাবতেছেন এইবার কেমনে একাউন্টে লস হয় দেখি মনে করে অভার কনফিডেন্ট হওয়া
১১। ট্রেডিংয়ের মধ্যে কোন ডিসিপ্লিন্ড না থাকলে একাউন্টে লস হবেই।
১২। ধৈর্য্য না থাকার কারণে যখন ট্রেড আগে আগে ক্লোজ দিবেন আর লসে গেলে ক্যারী করলে একাউন্টের লস ডাবল হয়ে যেতে পারে।
১৩। নিয়মিত প্রফিট করেন তবে ভোগ করেন না। ছোট একটি এক্সিডেন্টের কারণে একাউন্ট জিরো। সব লাভ হাওয়া।
১৪। না বুঝে বাই/সেল দিয়ে এভারেজিং করতে গেলেই একাউন্টে লস হবে।
বিশ্বাস করেন আর নাই করেন, এগুলি চিরন্তন সত্যি।।।
18448

Mas26
2023-04-25, 12:17 PM
অনেক প্রশ্ন করে কিভাবে লস করে জিরো হওয়া অ্যাকাউন্ট পুরনায় লাভে পরিনত করব? এখানে আমি দুঃখিত যে অ্যাকাউন্ট খোলার পরে লস করা অর্থ পুনরুদ্ধার করা যায় না। তবে এখানে নতুন করে শুরু করার সুযোগ থাকে যা থেকে আপনি পূর্বের লস কাটিয়ে নিতে পারেন। তিনি ইচ্ছুক এবং শিখতে প্রস্তুত যদি তিনি তার আত্মবিশ্বাস ফিরে পেতে পারে।ফরেক্স মার্কেটে টিকে থাকা যথেষ্ট কস্টকরই বটে বিশেষ করে যারা নতুন ট্রেডার তারা বেশিরভাগ সময়েই লস করে আর লসের মাত্রা কয়েকগুন বের হয়ে যায় যখন সে লস রিকোভারি করার চেষ্টা করে। মুলত বেশি তারাহুরা করে রিকোভার করাটাই আমাদের অভ্যাসে পরিনত হয়েছে, যে কারনে বেশিরভাগ সময়েই লসে পড়ে যেতে হয়। ফরেক্স মার্কেটে দ্রুত রিকোভার করতে যাওয়াটাই মুলত বোকামি, লস হবে স্বাভাবিক তবে আপনি যদি প্রোপার মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারেন সেক্ষত্রে লসও অনেক কম হবে, আর লস হলেও তার জন্য হতাশ না হয়ে ধূরে সুস্হে বুজে শুনে ট্রেড করতে পারলেই রিকোভার সম্ভব। ট্রেডিংয়ের মধ্যে কোন ডিসিপ্লিন্ড না থাকলে একাউন্টে লস হবেই। ধৈর্য্য না থাকার কারণে যখন ট্রেড আগে আগে ক্লোজ দিবেন আর লসে গেলে ক্যারী করলে একাউন্টের লস ডাবল হয়ে যেতে পারে।নিয়মিত প্রফিট করেন তবে ভোগ করেন না। ছোট একটি এক্সিডেন্টের কারণে একাউন্ট জিরো। সব লাভ হাওয়া। না বুঝে বাই/সেল দিয়ে এভারেজিং করতে গেলেই একাউন্টে লস হবে।বিশ্বাস করেন আর নাই করেন, এগুলি চিরন্তন সত্যি আর আপনি যখন রিকোভার করতে পারবেন তখন আপনি পরবর্তীতে প্রফিটও করতে পারবেন।