Log in

View Full Version : ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২



Tofazzal Mia
2022-06-06, 04:57 PM
“অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন” থিম নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে ৬-৮ জুন অনুষ্ঠিত হবে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২’। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে ৬ জুন সোমবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
উদ্বোধনের পর অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রজেক্টসমূহ প্রদর্শন করবে। দর্শক, অতিথি এবং বিচারকগণ এই প্রদর্শনী দেখতে পারবেন। ব্লকচেইন প্রযুক্তিতে আগ্রহী সাধারণ জনগণের জন্যও এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এতে ৪টি সেমিনার, অনস্পট কুইজ, গালা ডিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিন ব্যাপী চলমান এই ইভেন্টটি ৮ জুন শেষ হবে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, ব্লকচেইন হচ্ছে বর্তমান বিশ্বকে পরিবর্তন করার “ফাউন্ডেশন টেকনোলজি”। তিনি ব্লকচেইন অলিম্পিয়াডের সাফল্য করে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এই বছর ‘প্রফেশনাল ক্যাটাগরি’ নামে একটি নতুন বিভাগ চালু করছে। দেশের বিভিন্ন পেশার চাকরীজীবী এবং শিক্ষার্থী উভয়ই এই ব্লকচেইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ডকুমেন্ট অথেন্টিকেশন, ই-গভর্ন্যান্স, ফিনটেক, আইডেন্টিটি এবং প্রাইভেসি, সাপ্লাই চেইন, এডুটেক এবং হিথটেক প্রভৃতি৷ স্টুডেন্ট ক্যাটাগরি ফাইনালিস্ট ৫০টি দল এবং প্রফেশনাল ক্যাটাগরি ফাইনালিস্ট ১০টি দল এই ইভেন্টে অংশগ্রহণ করবে।
http://forex-bangla.com/customavatars/576960900.jpg