Log in

View Full Version : পুরনো মডেলের ১০ লাখ গাড়ি প্রত্যাহার করছে মার্সিডিজ



kohit
2022-06-06, 06:21 PM
পুরনো মডেলের প্রায় ১০ লাখ গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে মার্সিডিজ বেঞ্জ। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জার্মানিভিত্তিক গাড়ি নির্মাতা জায়ান্টটি। খবর রয়টার্স।

জার্মানির পরিবহন খাত তদারকি সংস্থা কেবিএ জানায়, ২০০৪-১৫ সালে নির্মিত কিছু গাড়ি প্রত্যাহার করতে হবে মার্সিডিজের। যে মডেলগুলো এর আওতায় রয়েছে সেগুলো হচ্ছে এমএল, জিএল (বিআর ১৬৪) ও আর-ক্লাস (বিআর ২৫১) সিরিজ। বিশ্বব্যাপী ৯ লাখ ৯৩ হাজার ৪০৭ ইউনিট গাড়ি প্রত্যাহার হতে যাচ্ছে। এর মধ্যে জার্মানিতে প্রত্যাহার হচ্ছে ৭০ হাজার ইউনিট।

এক বিবৃতিতে মার্সিডিজ বেঞ্জ জানায়, ওই গাড়িগুলোর ব্রেক বুস্টারে কিছু ত্রুটি রয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

অনতিবিলম্বে ত্রুটিপূর্ণ গাড়িগুলো প্রত্যাহার শুরু করেছে বলে জানায় মার্সিডিজ। এরই মধ্যে তারা গাড়ি মালিকদের সঙ্গে কথা বলা শুরু করেছে।


প্রত্যাহারকৃত গাড়িগুলোর ত্রুটি সারাতে সহায়তা করবে মার্সিডিজ বেঞ্জ। প্রয়োজনে যন্ত্রাংশ পাল্টে দেবে জার্মানির স্টুটগার্টভিত্তি কোম্পানিটি।

বণিক বার্তা