PDA

View Full Version : ড্রোন ট্যাক্সির পরীক্ষামূলক ফ্লাইট চালিয়েছে ভলোকপ্টার



Rassel Vuiya
2022-06-09, 12:18 PM
সেবা চালুর ক্ষেত্রে এক ধাপ এগিয়েছে ভলোকপ্টারের ড্রোন ট্যাক্সি। মে মাসে প্রথম স্বল্প দূরত্বের ফ্লাইটের পরীক্ষা চালিয়েছে বলে জানায় জার্মান প্রতিষ্ঠানটি। ভলোকানেক্ট নামে চার আসনের বৈদ্যুতিক ড্রোনটির প্রথম ফ্লাইটটির দৈর্ঘ্য ছিল ২ মিনিট ১৪ সেকেন্ডের। তারপর আরো তিনটি ফ্লাইট চালিয়েছে তারা। ২০২৬ থেকে গ্রাহকদের জন্য ভলোকানেক্ট উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে শহর ও উপশহরের বিভিন্ন গন্তব্যে অল্প সময়ের মধ্যে আকাশপথে ভ্রমণ করা যাবে।
http://forex-bangla.com/customavatars/435325845.jpg
তথ্য: এনগ্যাজেট