PDA

View Full Version : বাজেট ২০২২-২০২৪ এর কারনে কমতে ও বাড়তে পারে যেসব পণ্যের দাম



SUROZ Islam
2022-06-09, 12:38 PM
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের প্রস্তাবনা আসতে পারে। পাশাপাশি জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় থাকবে শুল্ক ও ভ্যাট ছাড়। এসব কারণে সার্বিকভাবে অনেক পণ্যের দাম বৃদ্ধি ও কমতে পারে। এবারের জাতীয় সংসদে স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেটের মূল স্লোগান হতে যাচ্ছে ‘কোভিডের অভিঘাত কাটিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’। যেখানে মূল লক্ষ্য থাকবে সক্ষমতার উন্নয়ন। বৈশ্বিক ঝুঁকি কাটিয়ে অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গে জনজীবনে স্বস্তি ফেরানো। আসছে ২০২২-২৩ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। যেখানে আয় ও ব্যয় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।মূল্যস্ফীত নিয়ন্ত্রণে প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিভিন্ন সুবিধা দিচ্ছে, পাশাপাশি বৈদেশিক মুদ্রা সুরক্ষায় বিলাসবহুল পণ্যে আমদানি নিরুৎসাহিত করছে।
http://forex-bangla.com/customavatars/696676808.jpg
#যেসবের পণ্যের দাম বাড়তে পারে

আমদানিকরা বিলাসী পণ্য যেমন-বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য ইত্যাদি ক্ষেত্রে আমদানিতে নতুন করে শুল্ক আরোপ হতে পারে। যদিও ইতোমধ্যে গত ২৩ মে এক প্রজ্ঞাপনে বিদেশি ফল, বিদেশি ফুল, ফার্নিচার ও কসমেটিকস জাতীয় প্রায় ১৩৫টি এইচএস কোডভুক্ত পণ্যের ওপর আমদানি পর্যায়ে বিদ্যমান ৩ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়। প্রস্তাবিত বাজেটে ওই তালিকা আরও দীর্ঘ হতে পারে।
অতিরিক্ত শুল্ক আরোপের কারণে এবারে বৃদ্ধি পেতে পারে তামাকজাত পণ্য। স্ল্যাব অনুসারে শুল্ক আরোপ হবে। এনবিআর সূত্রানুসারে সিগারেটের নিম্ন স্তরের তিনটি স্ল্যাবে বেশি দাম বাড়তে পারে। অগ্রিম কর আরোপের কারণে দাম বাড়বে মদ জাতীয় পণ্যের। প্রস্তাবিত বাজেটে মদ আমদানিতে অগ্রিম কর ২০-২৫ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।
দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপে আমদানিকরা স্মার্ট মোবাইল ফোন দাম আরেক দফায় বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে সুবিধা পাচ্ছে দেশীয় কোম্পানিগুলো।
দাম বৃদ্ধি তালিকায় যুক্ত হচ্ছে বিলাসবহুল গাড়ি। ৪০০০ সিসি ওপরে বিলাসবহুল রিকন্ডিশন গাড়িতে সম্পূরক শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক ও আগাম কর ও ভ্যাট মিলিয়ে কর প্রায় সাড়ে ৮০০ শতাংশে করভার রয়েছে। প্রস্তাবিত বাজেটে ওই করভার এক হাজার শতাংশ বা তার বেশি হতে পারে বলে জানা গেছে।
শুল্ক বৃদ্ধি করণে আমদানিকরা ফ্রিজ ও এসির দাম আরেক দফা বাড়তে পারে। দাম বাড়তে পারে আমদানিকরা সব ধরনের বিলাসবহুল হোম অ্যাপ্লায়েন্সের



#ভ্যাট ও কর অব্যাহতি প্রস্তাবে দাম কমবে যেসব পণ্যের

এখন কম্পিউটার সামগ্রীর মধ্যে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার ও অন্যান্য কম্পিউটার ও আইসিটি পণ্যে ৫ শতাংশ শুল্ক দিতে হয়। প্রস্তাবিত বাজেটে স্থানীয় শিল্পের বিকাশে ওই শুল্ক প্রত্যাহারের প্রস্তাব আসছে। অন্যদিকে আমদানিকরা ওই সব পণ্যে ২০ শতাংশ শুল্ক দিতে হবে। ফলে স্থানীয় শিল্পে উৎপাদিত কম্পিউটার ও আইসিটি পণ্যের দাম কমতে পারে।
একই কারণে কমতে পারে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রপাতির সরঞ্জামের দাম। এছাড়া কৃষি উদ্যোক্তাদের জন্য বিশেষ কর সুবিধার প্রস্তাব আসতে আসছে বাজেটে।
ভ্যাট অব্যাহতির সুবিধা পাচ্ছে দেশীয় গাড়ি তৈরির শিল্প। ফলে মোটরগাড়ি তৈরিতে যন্ত্রপাতি ও যন্ত্রাংশের আমদানিতে শুল্ক ছাড়ের পাশাপাশি ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রস্তাব আসতে পারে বাজেটে। ফলে দেশে তৈরি গাড়ি তুলনামূলক কম দামে মিলবে।
এছাড়া স্থানীয় উৎপাদিত মোবাইল হ্যান্ডসেট উৎপাদক প্রতিষ্ঠান বড় ধরনের শুল্ক ও ভ্যাট সুবিধা ভোগ করে আসছে। যেখানে আমদানি করা হ্যান্ডসেটের ওপর ৫৮ শতাংশ শুল্ক-কর প্রযোজ্য। সেখানে স্থানীয়ভাবে উৎপাদিত ও অ্যাসেম্বলড হ্যান্ডসেটের জন্য কর দিতে হয় যথাক্রমে ১৩ ও ১৮ শতাংশ। প্রস্তাবিত বাজেটেও এই সুবিধা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সে হিসেবে আমদানি কর মোবাইলের তুলনায় আগামী অর্থবছরের তুলনামূলক কম দামে ফিচার ফোন (বাটন ফোন) মিলতে পারে।

SaifulRahman
2022-06-12, 03:36 PM
http://forex-bangla.com/customavatars/56363066.jpg
নতুন অর্থবছরের বাজেটে (২০২২–২৩) নানা খাতে কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আবার ব্যবসার ক্ষেত্রে দেওয়া হয়েছে নানা ধরনের করছাড়। কিছু পণ্য ও সেবার ওপর অর্থমন্ত্রী কর ও শুল্ক বাড়িয়েছেন। কিছু পণ্য ও সেবার শুল্ককর কমিয়েছেন। ফলে ওই সব পণ্যের দাম বাড়তে বা কমতে পারে, যা প্রভাব ফেলবে সাধারণ মানুষের ওপর। বর্তমান সংকটময় পরিস্থিতিতে অর্থমন্ত্রী চান ব্যবসা-বাণিজ্য চাঙা হোক। সে জন্য নিয়েছেন কিছু পদক্ষেপ। এ আয়োজনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি সম্পর্কিত বাজেটের পদক্ষেপগুলো। আপনার জন্য বাজেটে অর্থমন্ত্রী কী কী রেখেছেন, তা একনজরে দেখে নিতে পারেন।
দাম বাড়তে পারে:
•ল্যাপটপ
•প্রথম শ্রেণীর রেলসেবা
•পনির
•দই
•২০০০ সিসির বেশি প্রাইভেট কার
•আমদানি করা মোটরসাইকেল
•বডি স্প্রে
•প্রসাধনী
•আমদানি করা ফার্নিচার
•আমদানি করা ফুল ও ফল
•জুস ও প্যাকেটজাত দ্রব্য
•আমদানি করা মোবাইল ফোন
•আমদানি করা ফ্রিজ ও এসি
•চীজ ও গুড়ো দুধ
•বিদেশি পাখি
•বিদেশি সোলার প্যানেল ও গ্যাস লাইটার
•পানি পরিশোধন যন্ত্র
•বিড়ি, সিগারেট, তামাক, গুল ও জর্দা
•প্রিন্টিং যন্ত্রপাতি ও মোবাইল ব্যাটারি
•টু ও ফোর স্ট্রোক ইঞ্জিন

•কোভিড সামগ্রী

দাম কমতে পারে
•কানে শোনার যন্ত্র
•এলইডি টিভি
•এলপিজি গ্যাস সিলিন্ডার
•পোলট্রি ও ফিশ ফিড

•পলিথিন ও প্লাস্টিক ব্যাগ
•পাওয়ার টিলার
•মুড়ি
•চিনি
•পশুখাদ্য
•কৃষি যন্ত্রপাতি
•দেশীয় মোটরগাড়ি
•দেশী ডায়াপার
•মাইক্রোবাস
•স্পিনিং মিলের পেপার
•দেশীয় রড ও নির্মাণ সামগ্রী
•ওয়াশিং মেশিন
•হুইল চেয়ার
•রেস্তোরাঁয় খাবার
•কাজু বাদাম
•হার্ডডিস্ক
•সিসিটিভি
•স্যানিটারি ন্যাপকিন
•মাইক্রোওয়েভ ওভেন ও ইলেকট্রিক ওভেন
•স্থানীয়ভাবে উৎপাদিত এসি ফ্রিজ
•ক্যাপসিকাম
•প্রেশার কুকার