PDA

View Full Version : বাংলাদেশ ব্যাংক এর ক্রিপ্টোকারেন্সি চালুর সম্ভাবনা



SaifulRahman
2022-06-12, 03:42 PM
বাংলাদেশের পুঁজিবাজারের মতোই বিটকয়েন বা এ জাতীয় ক্রিপ্টোকারেন্সি মূল্য নির্ধারণ ব্যবস্থা নিয়েও কোনো ধারণা নেই অধিকাংশ মানুষের। আর বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি ‘অবৈধ’ বলায় অনেকেরই আগ্রহ নেই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে। কিন্তু সম্প্রতি বাজেট বক্তব্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর থেকেই বিষয়টি নিয়ে অনেকেই নড়েচড়ে বসেছে। বাংলাদেশে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার অবৈধ হওয়ায় ঠিক কতজন বিটকয়েন কেনাবেচার সঙ্গে জড়িত রয়েছেন, সে সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে আউটসোর্সিং পেশার সঙ্গে জড়িত রয়েছেন তাদের কেউ কেউ বিটকয়েন কেনাবেচা করে থাকেন। কিন্তু বিষয়টি অবৈধ হওয়ায় তা নিয়ে প্রকাশ্যে কেউই আলোচনা করতে চান না।
http://forex-bangla.com/customavatars/1086891755.jpg
কয়েক বছর আগেও বিদেশি সহযোগীদের সঙ্গে মিলে অবৈধভাবে এ দেশে বিটকয়েন মাইনিংয়ের কাজ করা হতো। কিন্তু ফলে বিদ্যুৎ বিল বেশি আসা এবং অবৈধ হওয়ায় গ্রেফতারের ভোগান্তির কারণে তেমনটি আর দেখা যায় না। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ‘কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা চালুর বিষয়টি পরীক্ষা’ শিরোনামে বলেন, ‘ক্রিপ্টোকারেন্স র মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বিশ্বজুড়ে বাড়তে থাকায় এর বিকল্প হিসেবে বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ চালু করার লক্ষ্যে কাজ করছে।’ তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিডিবিসি) চালু করার মূল উদ্দেশ্য হলো ভার্চুয়াল লেনদেনের ক্ষেত্রে অর্থ আদান-প্রদান সহজতর করা এবং স্টার্টআপ ও ই-কমার্স ব্যবসাকে উৎসাহ প্রদান।’