PDA

View Full Version : ট্রেইলিং স্টপ সম্পর্কে বিস্তারিত।



EmonFX
2022-06-12, 11:03 PM
ট্রেইলিং স্টপ হল এক কথায় পরিবর্তনশীল (Mobile) স্টপ লস। আপনি যখন সাধারণ স্টপ লস ব্যবহার করবেন তখন সেটা একটা নির্দিষ্ট প্রাইসে ফিক্সড হয়ে যাবে এবং ট্রেডিং প্রাইস যতক্ষণ ঐ প্রাইসে না পৌঁছাবে ততক্ষণ আপনার ট্রেড লসে ক্লোজ হবে না। ধরেন আপনি ১.৫০০০ তে বাই দিলেন আর স্টপ লস দিলেন ১০০ পিপ নীচে ১.৪৯০০ আর টেক প্রফিট দিলেন ২০০ পিপ উপরে ১.৫২০০ তে। এখন আপনার ট্রেডিং প্রাইস যদি ১.৫১৫০ তে গিয়ে আবার ১.৪৯০০ এ চলে আসে তাহলে কিন্তু আপনার ট্রেড লসে ক্লোজ হয়ে যাবে, যেহেতু আপনার ট্রেড টেক প্রফিট ১.৫২০০ তে পৌঁছাবার আগেই ট্রেড স্টপ লস ১.৪৯০০ কে ছুঁয়ে ফেলেছে।

কিন্তু আপনি যদি ট্রেইলিং স্টপ ১০০ পিপ ব্যবহার করেন তাহলে আপনার ট্রেডিং প্রাইস যখন ১.৫০০০ থেকে ১.৫১৫০ তে চলে যাবে তখন স্টপ লস জায়গা বদল করে ১.৪৯০০ থেকে উঠে গিয়ে ১.৫১৫০ এর ১০০ পিপস নীচে অর্থাৎ, ১.৫০৫০ তে চলে আসবে । এখন যদি আপনার ট্রেডিং প্রাইস টেক প্রফিট ১.৫২০০ তে না গিয়ে ১.৫১৫০ থেকে নামা শুরু করে তাহলে কিন্তু স্টপ লস ঐ ১.৫০৫০ তেই রয়ে যাবে । স্টপ লস কিন্তু আগের মত ১.৪৯০০ তে নেমে আসবে না, ফলে আপনার ট্রেড তখন লসে ক্লোজ হলেও ১.৫০৫০ তে ক্লোজ হওয়ার কারনে ৫০ পিপ প্রফিট হবে । ট্রেইলিং স্টপ ব্যবহারের এটাই সবচেয়ে বড় সুবিধা ।

মনে রাখবেন, আপনার ট্রেড যদি একবার প্রফিটে যায় আর Trialing stop টা যদি ধরে ফেলে, তাহলে আপনার লাভ হতে পারে বহু পিপস, কিন্তু লস হবার কোন সম্ভাবনা নেই।

আপনি কত পিপ ব্যবহার করে স্টপ লস আর টেক প্রফিট সেট করবেন সেটা নির্ভল করে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির উপর ।

ট্রেইলিং স্টপ ব্যবহার করার জন্য প্রথমে Terminal টি ওপেন করতে হবে, এরপরে যেই ট্রেডে ট্রেইলিং স্টপ আপনি সেট করতে চান সেই ট্রেডের উপর মাউস রেখে রাইট ক্লিক করে Default অথবা, Custom ট্রেইলিং স্টপ আপনি সেট করে দিতে পারেন।

আর যদি সেট করা ট্রেইলিং স্টপ বাতিল করে দিতে চান, তাহলে একই ভাবে Terminal এর ট্রেডের উপর মাউস রেখে ট্রেইলিং স্টপের সাইড উইনডোটি ওপেন করে None ক্লিক করতে হবে ।

md mehedi hasan
2022-06-13, 06:31 AM
অনেক সুন্দর ও জ্ঞান মূলক পোস্ট।তবে আমি ট্রেইলিং স্টপ ফরেক্স মার্কেটে ব্যবহার করিনা।আবার কাউকে ব্যবহার করতে উদ্ভূত করিনা।এর যেমন সুবিধা আছে তেমনি আবার অসুবিধা আছে।ইমন ভাই ট্রেইলিং স্টপ এর সুবিধা গুলো তুলে ধরেছে তেমনি আমি এর অসুবিধা গুলো তুলে ধরবো।তবে আপনারা মনে করবেন না যে এই পদ্ধতি খারাপ।আপনি যে প দ্ধতি ফরেক্স মার্কেটে ব্যবহার করেন না কেন যদি দক্ষত হন সফল হবেন।
ধরুন
আমি ফরেক্স মার্কেট একটি বাই ট্রেড নিয়েছি।আমি ট্রেড টি ওপেন করেছি ১.২৫০০ তে আর স্টাপলস সেট করলাম ১.২৪০০ তে।ধরুন আমার ট্রেড টি লাভ হয়েছে একশত পিপস।আর আমার প্লাটফর্মে ট্রেইলিং স্টপ এর কারনে আমার স্টাপলস ১.২৪০০ থেকে ১.২৪৫০ বা ২৫০০ আসলো।কিন্তু পরের দিন মার্কেটে যদি ব্যাকরে আমার এসএল হিট করে।ধরুন লাভলস সমান বা ৫০ পিপস লাভে ট্রেডটি ক্লজ হলো।এরপরের দিন দেখলেন মার্কেট ব্যাক করে আবার প্রচুর পরিমাণে বাই মুভ মেন্ট করছে।তখন আপনার আফসসের শেষ থাকবে না।

habibi
2022-06-16, 12:48 PM
ট্রেইলিং স্টপ এর ফাংশনটির কাজ হল প্রফিট লক করা। এটা অনেক টা স্টপ লসের মত কাজ করে তবে এটি ব্যবহার করলে লস হওয়ার কোন সম্ভাবনা নেই। উদাহরণ সহ বলছি, ধরুন আপনি eur/usd পেয়ার বাই অর্ডার ওপেন করলেন ১.২৩০০ তে, স্টপ লস সেট করলেন ৫০ পিপ্স নিছে অর্থাৎ ১.২২৫০ এবং টেক প্রফিত সেট করলেন ৫০ পিপ্স উপরে অর্থাৎ ১.২৩৫০ আর ট্রেইলিং স্টপ সেট করলেন ২০পিপ্স। এখন প্রাইস বেড়ে যদি ১.২৩৩০ তে যায় তাহলে ট্রেইলিং স্টপ কার্যকর হয়ে যাবে এবং এবং আপনার স্টপ লসের ১.২২৫০ থেকে ১.২৩২০ উঠে আসবে। তার মানে আপনার নতুন স্টপ লস হবে ১.২৩২০। তার মানে উক্ত ট্রেডে আপনার লস এর কোন সম্ভাবনা নেই।

samun
2022-06-18, 08:55 AM
আমি এর পূর্বে ট্রেলিং স্টপ লস সম্পর্কে জানলে ও এর ব্যবহার কখনো আমি করিনি আর তাছাড়া ট্রেলিং স্টপ লস সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই তাই আমি কখনো ট্রেলিং স্টপ লস ব্যবহার করিনি বরং ম্যানুয়ালি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করেছি যদিও এর ব্যবহার আমার কাছে এই আলোচনার মাধ্যমে জেনে বেশ ভালোই লেগেছে তাই পরবর্তীতে এটি ব্যবহার নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করব