PDA

View Full Version : বুধবার বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার



kohit
2022-06-13, 01:07 PM
আগামী বুধবার (১৫ জুন) ওয়েব ব্রাউজিং সাইট ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। ১৯৯৫ সালে যাত্রা শুরু করে আইকনিক এই ব্রাউজারটি। চলতি সপ্তাহে শেষ হচ্ছে ২৭ বছরের পথযাত্রা। খবর বিজনেস ওয়ার্ল্ড।

মাইক্রোসফট তাদের ব্লগে পোস্টে জানায়, ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যত ‘মাইক্রোসফট এজে’। মাইক্রোসফট উল্লেখ করেছে যে, তাদের এজ ব্রাউজারটি ইন্টারনেট এক্সপ্লোরারের তুলনায় দ্রুতগতির, আরো নিরাপদ এবং আরো আধুনিক ব্রাউজিং অভিজ্ঞতা প্রদান করেছে।
১৯৯৫ সালে উইন্ডোজ ৯৫ অপারেটিং সিস্টেমের সঙ্গে অ্যাড অন প্যাকেজ হিসেবে লঞ্চ হয়েছিল ইন্টারনেট এক্সপ্লোরার। প্রথমে অ্যাড অন প্যাকেজ হিসাবে লঞ্চ হলেও পরে বিনামূল্যে ডাউনলোডের সুযোগ করে দেয় মাইক্রোসফট।

২০০৩ সালে সাফল্যের শিখরে পৌঁছায় ইন্টারনেট এক্সপ্লোরার। তখন বিশ্বব্যাপী ব্যবহূত সব ইন্টারনেট ব্রাউজারের ৯৫ শতাংশই ধরে রেখেছিল এক্সপ্লোরার। যদিও প্রতিযোগিতার বাজারে একের পর এক নতুন ব্রাউজার আসায় ধীরে ধীরে আইকনিক ব্রাউজারের জনপ্রিয়তা কমতে শুরু করে।

বণিক বার্তা