PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং এর একটি সিম্পল ও সত্য পথ-



EmonFX
2022-06-14, 09:32 PM
ট্রেডারদের সবচেয়ে বড় ভুল হল তারা ফরেক্স মার্কেটে অনেক কঠিনভাবে প্রচুর সময় ব্যয় করেন এবং তারা দিনে বা সপ্তাহে অনেক বেশী ট্রেড করেন এবং চার্টের সাথে লেগে থাকেন। পৃথিবীতে এমন কেউ নেই যে মার্কেট এখন থেকে পরের ধাপে কোথায় যাবে তা বলতে পারবে। তারা প্রচুর সময় ব্যায় করতেই থাকে এবং লস ট্রেডের পরিমানও বাড়তেই থাকে।

আপনার প্রতিটি ট্রেড এর জন্য আপনাকে জানতে হবে যে, কেন ও কখন মার্কেট আপনার দিকে যাবে – এবং গেলে কত পিপস যাবে। কোন সময় ট্রেডিং এ বসবেন, ট্রেড প্লেজ করবেন, আর প্রফিট নিয়ে বেড়িয়ে আসবেন। সবোর্চ্চ ট্রেডটি ৪-৫ ঘন্টা হতে পারে- অবস্থা ভেদে ১৫ দিনও হতে পারে। সপ্তাহে ৩-৪ বা মাসে ১০-১৫ টি ট্রেড এর বেশী না করাই ভালো। আর মার্কেট এর প্রাইস সর্বদা কোথায় আছে তাও হিসাব রাখতে হবে। এক কথায় আপনাকে একটি নিদিষ্টি শিডিউল অনুযায়ী ট্রেড করতে হবে আর তা সম্ভব শুধুমাত্র নিউজ এর উপর ভিত্তি করে।

ডিসিপ্লিনঃ-
শিডিউল টেডিং টাইম।
লস ট্রেড কমিয়ে আনতে হবে।
রিস্ক মেনেজ করে চলতে।
ফলে হাই প্রফিট পেয়ে যেতে পারেন।
ফরেক্স চার্ট এর জন্য কম সময় দেই।সময় বেশী দেই ঐ দেশের অর্থনৈতিক অবস্থার উপর।

আপনার যা অভিজ্ঞতা আছে তা থেকে নিজের মনের মধ্যে হিসেব করে নেন যে আপনি যে সময় গুলো পার করেছেন বিভিন্ন রকম টেকনিকাল বেস এর জন্য তার ফল কি তা আপনার ব্যালেন্স উত্তর দিয়ে দিবে।
আপনি যে ভাবেই ট্রেড করে না কেন আপনাকে অবশ্যই নিউজ ও তার পলিচি আপনাকে প্রফিট এনে দেবেই।