Montu Zaman
2022-06-15, 04:09 PM
বিশ্বে বিলাসবহুল গাড়ির জন্য খ্যাতি আছে বিএমডব্লিউর। তবে শুধু চার চাকার গাড়িই নয় সেই সঙ্গে দুই চাকার বাইক নির্মাণেও বেশ এগিয়ে সংস্থাটি। এবার নতুন স্পোর্টস বাইক আনছে বিখ্যাত জার্মান অটোমোবাইল সংস্থা বিএমডব্লিউ মটোরাড। ভারতে তাদের সবচেয়ে কমদামী ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক হবে এটি। এর আগে একাধিকবার বাইকটির টিজার প্রকাশ করা হলেও, নাম জানানো হয়নি। এবারে সংস্থাটি জানিয়েছে এর নাম বিএমডব্লিউ জি ৩১০ আরআর (BMW G 310 RR)। বাইকটি তৈরি হয়েছে টিভিএস অ্যাপাচি আরআর ৩১০-কে ভিত্তি করে।
http://forex-bangla.com/customavatars/77699137.jpg
http://forex-bangla.com/customavatars/77699137.jpg