md mehedi hasan
2022-06-16, 10:23 AM
আবশ্যই ফরেক্স মার্কেটে নির্দিষ্ট একটি টার্গেট নিয়ে এগিয়ে যেতে হবে।আপনি ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডের এবং ফরেক্স মার্কেটে মোটামুটি ভালো দক্ষতা অর্জন করছেন।এখন যদি আপনি মনে করেন আপনি তো অনেক বড় মাপের ট্রেডার হয়েছেন।আর মানিমেনেজমেন্ট করে লাভ কি।একশত ডালারের একাউন্ট্ হাজার ডলার করার লোভে অভার লটের ট্রেড ওপেন করছেন।বাই চান্স ট্রেড টি লস হলে আপনার একাউন্ট্ শেষ।এভাবে অনেক নজির আছে যে ভালো ভালো ট্রেডারা অতিরিক্ত প্রফিট করতে যেয়ে লস করে।আপনি যদি চকলেট এক বারে গিলে খান নিমেশেই শেষ হয়ে যাবে।আবার যদি চকলেট কে চুশে খান অনেক সময় লাগবে।আপনি ফরেক্স মার্কেটে প্রচুর প্রফিট করতে চান ভালো কথা।আমরাও চাই ফরেক্স মার্কেটে হতে অনেক অর্থ ইনকাম করতে।যবে সেটা একটি নির্দিষ্ট নিয়ম এর মাধ্যমে ট্রেড করে অর্জন করতে হবে।আপনাকে শুধু তিনটি নিয়ম ফলো করতে হবে।
দক্ষতা অর্জন
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স শিখতে হবে।আপনি ডেমোপ্রাক্টিস এর মাধ্যমে ফরেক্স মার্কেটে বেসিক টু এডভান্স লেভেল এর হাতে খরি হবেন।সাবধান আপনি যদি এডভান্স লেভেল রিয়েল মার্কেটে শেখেন তাহলে অনেক অর্থ লস করবেন।আর তাই ফরেক্স মার্কেটে টিকে থাকার ও প্রফিট করার কৌশল ডেমোপ্রাক্টিস এর মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।
লোভ ত্যাগ ও ধৈর্য্যশীল হওয়া
ফরেক্স মার্কেটে আমরা লোভে পরে ট্রেড করে লস করি আর এই লস রিকভারির করার জন্য ব্যস্ত হয়ে উঠি। এখানেই আপনাকে ধৈর্য শীল হতে হবে।ভালো ট্রেড এর জন্য অপেক্ষা করতে হবে ও লোভ ত্যাগ করতে হবে।
মানিমেনেজমেন্ট
আমরা ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার মানিমেনেজমেন্ট করে ট্রেড করি না এর কারনে একটা দুটো বা তিনটি ট্রেডে একাউন্ট্ শেষ।আমরা ভাবি বেশি রিক্স এ বেশি লাভ।এর কারনে আমরা এই ভুলগুলো হয়।আসলে বেশি রিক্স এ বেশি লাভ হয় না।কম রিক্স এ বেশি লাভ হয়।এজন্য ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে মানিমেনেজমেন্ট করে নিতে হবে।
দক্ষতা অর্জন
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স শিখতে হবে।আপনি ডেমোপ্রাক্টিস এর মাধ্যমে ফরেক্স মার্কেটে বেসিক টু এডভান্স লেভেল এর হাতে খরি হবেন।সাবধান আপনি যদি এডভান্স লেভেল রিয়েল মার্কেটে শেখেন তাহলে অনেক অর্থ লস করবেন।আর তাই ফরেক্স মার্কেটে টিকে থাকার ও প্রফিট করার কৌশল ডেমোপ্রাক্টিস এর মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।
লোভ ত্যাগ ও ধৈর্য্যশীল হওয়া
ফরেক্স মার্কেটে আমরা লোভে পরে ট্রেড করে লস করি আর এই লস রিকভারির করার জন্য ব্যস্ত হয়ে উঠি। এখানেই আপনাকে ধৈর্য শীল হতে হবে।ভালো ট্রেড এর জন্য অপেক্ষা করতে হবে ও লোভ ত্যাগ করতে হবে।
মানিমেনেজমেন্ট
আমরা ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার মানিমেনেজমেন্ট করে ট্রেড করি না এর কারনে একটা দুটো বা তিনটি ট্রেডে একাউন্ট্ শেষ।আমরা ভাবি বেশি রিক্স এ বেশি লাভ।এর কারনে আমরা এই ভুলগুলো হয়।আসলে বেশি রিক্স এ বেশি লাভ হয় না।কম রিক্স এ বেশি লাভ হয়।এজন্য ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে মানিমেনেজমেন্ট করে নিতে হবে।