PDA

View Full Version : বিদ্যুচ্চালিত হ্যামারের দাম বাড়িয়েছে জিএম



BDFOREX TRADER
2022-06-19, 03:34 PM
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান রয়েছে মূল্যস্ফীতি। অন্যান্য পণ্যের পাশাপাশি গাড়ির যন্ত্রাংশ ও পরিবহন ব্যয় বেড়ে গিয়েছে। এ অবস্থায় বিদ্যুচ্চালিত হ্যামার গাড়ির দাম বাড়িয়েছে জেনারেল মোটরস (জিএম)। সম্প্রতি এই পিকআপ ট্রাকের দাম ৬ হাজার ২৫০ ডলার বাড়ানো হয়েছে। বর্তমানে প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ডলার মূল্যের পিকআপটির ৭৭ হাজার ৫০০ ইউনিটেরও বেশি বিদ্যমান বুকিং রয়েছে। এ সংখ্যা সংস্থাটির প্রত্যাশার চেয়েও বেশি। যদিও বুকিং দেয়া এসব গাড়ির দাম বাড়বে না। গতকাল বা তার পরে বুকিং দেয়ার ক্ষেত্রে নতুন দাম কার্যকর হয়েছে।
সম্প্রতি একটি বিনিয়োগকারীদের সম্মেলনে জিএমের প্রধান আর্থিক কর্মকর্তা পল জ্যাকবসন বলেন, মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটি হ্যামার পিকআপের দাম বাড়িয়ে ও উৎপাদন ব্যয় কমিয়ে উচ্চতর সরবরাহ চেইন ব্যয়ের ৫০০ কোটি ডলার ভারসাম্য করতে সক্ষম হয়েছে। এর আগে গত মাসে মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ির দাম বাড়িয়েছে টেসলা। এ নিয়ে মাত্র কয়েক মাসের মধ্যে পঞ্চমবারের মতো দাম বাড়িয়েছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। আরেক বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রিভিয়ান অটোমোটিভ পিকআপের দাম ২০ শতাংশ বাড়িয়েছে। যদিও গ্রাহক প্রতিক্রিয়ার মুখে ১ মার্চের আগে বুকিং দেয়া গাড়ির দাম অপরিবর্তিত রাখার কথা জানায় সংস্থাটি। গত মার্চে সংস্থাটি বিদ্যুচ্চালিত হ্যামার পিকআপের উৎপাদন বাড়ানোর ঘোষণা দেয়। এখনো হ্যামার কেনার বুকিং দেয়া যাচ্ছে। তবে বিপুলসংখ্যক বুকিংয়ের কারণে নতুন ক্রয়াদেশগুলো ২০২৪ সালের আগে সরবরাহ পাওয়ার আশা নেই। গত বছর সংস্থাটি এ বিদ্যুচ্চালিত হ্যামার পিকআপ উন্মোচন করেছিল।
http://forex-bangla.com/customavatars/927063638.jpg