PDA

View Full Version : ফান্ডামেন্টাল এনালাইসিস কি?



EmonFX
2022-06-20, 10:41 PM
Fundamental Analysis হলো, কিভাবে সারা বিশ্বের অর্থনৈতিক ও অন্যান্য ঘটনা এবং সংবাদ বাজারকে প্রভাবিত করে এসব নিয়ে আলোচনা। মৌলিকবিশ্লেষণ এর ক্ষেত্রে সব রকম ঘটনা, খবর, সামাজিক আন্দোলন, অর্থনৈতিক ঘোষণা, সরকারী নীতির পরিবর্তন, বিভিন্ন প্রতিষ্ঠানের লাভ ক্ষতিও হিসেবের মধ্যে পড়ে। এর মধ্যে দেশের ব্যাংক গুলোতে সুদের হার এবং তা সম্পর্কিত নীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রাথমিক ধারনা এই যে, যদি কোন দেশের বর্তমান ও ভবিষ্যতের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হয় তবে তাদের মুদ্রার মূল্যও তেজী হবে। একটি শক্তিশালী অর্থনীতি সে দেশে বৈদেশিক বিনিয়োগও ব্যবসার ব্যাপক প্রসার ঘটায়। একারণে বৈদেশিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সে দেশের মুদ্রা কিনতেই হয় বিনিয়োগ ও ব্যবসার জন্য। ফলে এখানে মুদ্রার চাহিদা ও যোগানের কথা চলে আসলো। যে দেশের অর্থনীতি মজবুত ও বর্ধনশীল, সে দেশের মুদ্রার প্রচুর চাহিদা তৈরি হয় যা তার যোগানের উপর চাপ ফেলে এবং তার দাম বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ, যদি অস্ট্রেলিয়ার অর্থনীতি আরও শক্তিশালী হতে শুরু করে তবে অন্যান্য দেশের মুদ্রার তুলনায় তাদের মুদ্রার দর বৃদ্ধি পাবে। অর্থনৈতিক অবস্থার সাথে সাথে মুদ্রার মূল্য বৃদ্ধির একটা বড় কারণ হলো যে দেশের সরকার অর্থনৈতিক অবস্থা ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদের হার বৃদ্ধি করে। অধিক সুদের হার বৈদেশিক বিনিয়োগ কারীদের জন্য আকর্ষণীয় এবং তারা এর ফলে বেশী বেশী অস্ট্রেলিয়ান ডলার কিনবে বিনিয়োগের জন্য। এতে এই মুদ্রার চাহিদা ও মূল্য বাড়তে থাকবে এবং যোগান হ্রাস পাবে। এক কথায় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো –
দেশের অর্থনৈতিক অবস্থা ভাল = কারেন্সির ভ্যালু বেশী।
দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ = কারেন্সির ভ্যালু কম।
ধরা যাক, ইউএস ডলার শক্তিশালী হচ্ছে কারন আমেরিকার অর্থনীতি আগের থেকে ভাল করছে। তাহলে তাদের মুদ্রাস্ফীতি (Inflation) নিয়ন্ত্রন করার জন্য ইন্টারেস্ট রেট বাড়ানোর প্রয়োজন হতে পারে। অধিক ইন্টারেস্ট রেট ডলার নির্ভর অর্থনৈতিক সম্পদগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই কেউ যদি ঐসব সম্পদ কিনতে চায় বা বিনিয়োগ করতে চায়, তবে প্রথমে তাদের ডলার কিনতে হবে । আর তার ফলেই ডলারের ভ্যালু বৃদ্ধি পাবে।

habibi
2022-06-21, 02:49 PM
ফান্ডামেন্টাল আনাল্যসিস হল মুলত বিভিন্ন দেশের অর্থনৈতিক নিউজগুলোর উপর আনাল্যসিস করে ট্রেড নেওয়া। যারা ফান্ডামেন্টাল আনাল্যসিস করে তাদের জন্য ফরেক্স নিউজ খুবই গুরুত্বপূর্ণ। আর এই নিউজগুলো অর্থনৈতিক বা রাজনৈতিক হয়ে থাকে। কোন দেশে অর্থনৈতিক বা রাজনৈতিক পরিস্থিতি সে দেশের কারেন্সি তে প্রাভব ফেলে। কোন দেশের অর্থনৈতিক নিউজ গুলো একটি নির্দিষ্ট সময়ের হয়ে থাকে যেমন, সপ্তাহিক, মাসিক, প্রান্তিক, বার্ষিক ইত্যাদি। আর কারেন্সি পেয়ারকে বেশি প্রভাবিত করে এমন নিউজ গুলো হল- সুদের হার, জিডিপি, বেকারত্বের হার, মনিটারি পলিসি, ইত্যাদি। এসব নিউজগুলো প্রকাশের পূর্বে অর্থনীতিবীদ করা পূর্বাভাস দেয়ে যে এই নিউজগুলো ভাল হবে নাকি খারাপ হবে। যদি নিউজের ফলাফল পূর্বাভাস অপেক্ষা ভাল হয় তাহলে সে সময় উক্ত কারেন্সি শক্তিশালী হয়। আর যদি যদি নিউজের ফলাফল পূর্বাভাস থেকে কম হয় তাহলে তা উক্ত কারেন্সিকে দুর্বল করে।

Starship
2022-06-29, 12:05 AM
ফান্ডামেন্টাল এনালাইসিস হল কোন দেশের আর্থিক অবস্থা কিংবা রাজনৈতিক অবস্থা পারিপার্শ্বিক বিশ্লেষণ করে যে এনালাইসিস করা হয় তাই তাকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলা হয়। ফান্ডামেন্টাল এর এনালাইসিস করার ফলে কোন দেশের রাজনৈতিক অবস্থা এবং জীবনযাত্রা মান এর উপর ভিত্তি করে করা হয়। ফান্ডামেন্টাল নিউজ এর ফলে আমরা মার্কেট সম্পর্কে ধারণা পেয়ে থাকি। প্রতিটি দেশের ইনডেক্সে নিউজ এর উপর ভিত্তি করে আমরা ট্রেড সিদ্ধান্ত নিয়ে থাকি। যেমন ইউএসডি রিলেটেড যে সকল পেয়ারে আছে সে ক্ষেত্রে ইউএসডি ইন্ডেক্স ফান্ডামেন্টাল এনালাইসিস সিদ্ধান্ত নেওয়া যায়।

samun
2022-07-07, 10:12 AM
ফান্ডামেন্টাল এনালাইসিস হলে খুব কঠিন এবং গুরুত্বপূর্ণ একটি এনালাইসিস ফরেক্স ট্রেডার সাধারণত ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে যখন ফরেক্স ফ্যাক্টরি এর মাধ্যমে কারেন্সি নিউজগুলো দেখে তার প্রেক্ষিতে ফরেক্স মার্কেটে একটি দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার ওপর যে প্রতিবেদন দাখিল করে তার অর্থনৈতিক অবকাঠামো গঠিত হয় যা সে দেশের মুদ্রার ওপর প্রভাব ফেলে এরই ধারাবাহিকতায় ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল এনালাইসিস এর মাধ্যমে ট্রেড গ্রহণ করা হয়ে থাকে যা একটু জটিল এনালাইসিস বলে পরিচিত