Montu Zaman
2022-06-22, 04:58 PM
বন্যায় যাদের গাড়ি পানিতে আটকে গেছে তারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। প্রথমত গাড়ি অবশ্যই পানি থেকে দূরে রাখবেন। প্রয়োজনে jack দিয়ে তুলে চাকার নিচে কিছু দিয়ে উপরে করে রাখেন। Exhaust এবং intake এই দুইটা জিনিস সেভ রাখতে পারলে মোটামুটি আপনি সেফ। Exaust এ ওয়াটার টাইট পলিথিন বা এরকম কিছু মুড়িয়ে রাখতে পারেন। আর ইনটেক এমনিতেই অনেক উপরে থাকে, তারপরেও air intake ও একইভাবে ওয়াটার টাইট করে রাখতে পারেন। পানি মেইনলি ঢুকলে এই intake দিয়েই ঢুকবে। এই কয়টা বিষয় যদি নিশ্চিত করতে পারেন তাহলে আপনার গাড়ি মোটামুটি সেফ। বন্যার পানি দ্রুত নেমে যাক এই দোয়া করি, পরবর্তী বছর যেন এমন কিছু দেখতে না হয় সেজন্য দরকার এবং সিলেট সিটি করপোরেশনের কাজ যত দ্রুত সম্ভব করতে হবে।
http://forex-bangla.com/customavatars/1714387496.jpg
http://forex-bangla.com/customavatars/1714387496.jpg