Log in

View Full Version : পদ্মা সেতুতে যা করা যাবে না।



Rakib Hashan
2022-06-26, 04:04 PM
http://forex-bangla.com/customavatars/1433690515.jpg
সেতু ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা গুলো হলো-
১. পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা।
২. পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।
৩. তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটো রিক্সা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না।
৪. গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না।
৫. সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।
যমুনা সেতুতেও এসব করা যায় না তাই সেতুটা সুন্দর আছে এখনও।পায়রা সেতু উদ্বোধনের পরে বস্তি বানাইয়া ফেলছে মানুষ গুলা।
তাই এরকম নির্দেশনা আগেই দেয়ার জন্য ধন্যবাদ। এবং এর কঠোর বাস্তবায়ন চাই।
পদ্মা সেতুর দুই প্রান্তে নিরাপত্তার দায়িত্ব আছে সেনাবাহিনীর দুইটি বিগ্রেড ইউনিট। এছাড়াও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে চায়না ও কোরিয়ান কোম্পানি।