Montu Zaman
2022-06-30, 12:11 PM
যুক্তরাষ্ট্রে গ্যাস, খাবারসহ অন্যান্য দ্রব্য ও পরিষেবার ব্যয় ক্রমেই বাড়ছে। এতে চলতি মাসে দেশটির ভোক্তাদের আস্থা সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটি ভোক্তাদের মনোবলের অবস্থা সূচক প্রতিবেদনটি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, জুনে ভোক্তাদের মনোবলের সূচক ৫০-এর নিচে ছিল। ভোক্তা মনোবলের এ হার ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ের কথা স্মরণ করিয়ে দেয়। মাসের প্রাথমিক জরিপে সূচক ছিল ৫০ দশমিক ২ পয়েন্টে। মে মাস নাগাদ মূল্যস্ফীতি গত ৪০ বছরের হিসেবে দ্রুতগতিতে বেড়েছে। যেটি ভোক্তাদের মনোবলের ঘাটতি তৈরিতে অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেছে। সার্ভেইস অব কনজিউমারের পরিচালক জোয়ান শু এক বিবৃতিতে বলেন, জুনের শেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, মাসের শুরুতেই ভোক্তাদের আস্থা দুর্বল হতে থাকে। বিভিন্ন আয়ের, বয়সের, শিক্ষাগত যোগ্যতার, অঞ্চলের, রাজনৈতিক সম্পৃক্ততার, নীতিনির্ধারকসহ সব ধরনের মানুষের আস্থা কমেছে। তিনি আরো বলেন, ভোক্তাদের প্রায় ৭৯ শতাংশ ব্যবসায়িক কার্যক্রমের জন্য সামনের বছরকে খারাপ হিসেবে গণ্য করেছেন। এ হার ২০০৯ পরবর্তী সময়ে সর্বোচ্চ। ভোক্তাদের জন্য মূল্যস্ফীতি অন্যতম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ৪৭ শতাংশ ভোক্তা তাদের জীবনমানের অবনমনের জন্য মূল্যস্ফীতিকেই দায়ী করেছেন। জুনে ভোক্তাদের মনোভাবের সর্বশেষ সূচক মে মাসের ৫৮ দশমিক ৪-এর থেকে অবনমনের বিষয়টিকে চিহ্নিত করেছে। সামনের বছরগুলোয় মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৩ শতাংশে থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির আগের ৩ দশমিক ৩ শতাংশ থেকে ৩ দশমিক ১ শতাংশে নেমে এসেছে।
অক্সফোর্ড ইকোনমিকসের মার্কিন অর্থনীতিবিদ মাহির রশিদ বলেন, দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির প্রত্যাশায় যে পতন হয়েছে তা প্রাথমিক পাঠের তুলনায় অনেক কম ছিল। অন্যদিকে ফেড চেয়ার জেরিমো পাওয়েল এ হারকে নজরকাড়া বলে চলতি সপ্তাহে উল্লেখ করেছেন। তবে বর্তমান সময়ের হিসেবে এটি সর্বোচ্চ দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি হার। যুক্তরাষ্ট্রের অর্থনীতির মূল অংশগুলোর অবনতি ও ব্যবসাপ্রতিষ্ঠান ুলোর মনোবলের অবনতির ইঙ্গিতপূর্ণ প্রকাশিত কিছু প্রতিবেদনের পরে ইউনিভার্সিটি অব মিশিগানের জরিপটি প্রকাশ্যে আসে। জুনে এসঅ্যান্ডপির গ্লোবাল কম্পোজিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স পয়েন্ট ছিল ৫১ দশমিক ২। জানুয়ারির তুলনায় যা সর্বনিম্ন। অন্যদিকে প্রতিষ্ঠানটির উৎপাদনসংক্রান্ত সূচক সংকোচনশীল অঞ্চলে দুই বছরের সর্বনিম্নে নেমে এসেছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের প্রধান ব্যবসায়িক অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেন, ব্যবসায়িক আস্থা এমন একটি স্তরে নেমে গিয়েছে, যা সাধারণত অর্থনৈতিক মন্দার সূচনা করবে, মন্দার ঝুঁকি বাড়িয়ে দেবে।
http://forex-bangla.com/customavatars/1695578425.jpg
অক্সফোর্ড ইকোনমিকসের মার্কিন অর্থনীতিবিদ মাহির রশিদ বলেন, দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির প্রত্যাশায় যে পতন হয়েছে তা প্রাথমিক পাঠের তুলনায় অনেক কম ছিল। অন্যদিকে ফেড চেয়ার জেরিমো পাওয়েল এ হারকে নজরকাড়া বলে চলতি সপ্তাহে উল্লেখ করেছেন। তবে বর্তমান সময়ের হিসেবে এটি সর্বোচ্চ দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি হার। যুক্তরাষ্ট্রের অর্থনীতির মূল অংশগুলোর অবনতি ও ব্যবসাপ্রতিষ্ঠান ুলোর মনোবলের অবনতির ইঙ্গিতপূর্ণ প্রকাশিত কিছু প্রতিবেদনের পরে ইউনিভার্সিটি অব মিশিগানের জরিপটি প্রকাশ্যে আসে। জুনে এসঅ্যান্ডপির গ্লোবাল কম্পোজিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স পয়েন্ট ছিল ৫১ দশমিক ২। জানুয়ারির তুলনায় যা সর্বনিম্ন। অন্যদিকে প্রতিষ্ঠানটির উৎপাদনসংক্রান্ত সূচক সংকোচনশীল অঞ্চলে দুই বছরের সর্বনিম্নে নেমে এসেছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের প্রধান ব্যবসায়িক অর্থনীতিবিদ ক্রিস উইলিয়ামসন বলেন, ব্যবসায়িক আস্থা এমন একটি স্তরে নেমে গিয়েছে, যা সাধারণত অর্থনৈতিক মন্দার সূচনা করবে, মন্দার ঝুঁকি বাড়িয়ে দেবে।
http://forex-bangla.com/customavatars/1695578425.jpg