Tofazzal Mia
2022-07-12, 12:23 PM
চীনে তৈরি গাড়ি বিক্রি বেড়েছে টেসলার। মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি গত মাসে দেশটিতে নির্মাণ করা প্রায় ৭৮ হাজার ইউনিট গাড়ি বিক্রি করেছে। এ সংখ্যা আগের মাসের তুলনায় ১৪২ শতাংশ বেশি। চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (সিপিসিএ) এ তথ্য জানিয়েছে। এর আগে মে মাসে টেসলা চীনে তৈরি ৩২ হাজার ১৬৫ ইউনিট গাড়ি বিক্রি করেছিল। জুনে সংস্থাটির বিক্রিত গাড়ির সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায়ও ১৩৫ শতাংশ বেশি। চীনের অর্থনৈতিক কেন্দ্র সাংহাইতে লকডাউনের কারণে সে সময় সংস্থাটির গাড়ি উৎপাদন ব্যাপক হারে কমে গিয়েছিল। লকডাউনের কারণে মার্চের শেষদিকে সাংহাইয়ে টেসলার কারখানাটি ২২ দিন বন্ধ ছিল। কারখানাটিতে মডেল থ্রিএস ও মডেল ওয়াইএস গাড়ি তৈরি করে সংস্থাটি। বন্ধ থাকার পর ১৯ এপ্রিল কারখানাটি আবার চালু হয় এবং ১১ মে আবারো রফতানি শুরু হয়েছিল। তবে যন্ত্রাংশ ঘাটতির কারণে উৎপাদন লকডাউন পূর্ববর্তী পর্যায়ে ফেরাতে হিমশিম খাচ্ছে সংস্থাটি।
চীনে কভিডজনিত লকডাউন সংস্থাটির গাড়ি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সংস্থাটির চীনে নির্মিত গাড়ি সরবরাহ আগের প্রান্তিকের তুলনায় ১৮ শতাংশ কমে গিয়েছে। গত মাসে রয়টার্স একটি অভ্যন্তরীণ উৎপাদন মেমো উদ্ধৃত করে জানায়, টেসলা জুনে সাংহাইয়ের কারখানায় ৭১ হাজারেও বেশি যানবাহন তৈরি করার লক্ষ্য নিয়েছিল। উৎপাদন বাড়াতে কারখানাটিতে প্রযুক্তি হালনাগাদ করা হচ্ছে। তবে এজন্য জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে বেশির ভাগ উৎপাদন স্থগিত করতে হবে। কারখানাটির লক্ষ্য শেষ পর্যন্ত প্রতি সপ্তাহে ২২ হাজার ইউনিট গাড়ি তৈরি করা। টেসলার বাইরে সিপিসিএর হিসাব অনুসারে, জুনে চীনজুড়ে ১৯ লাখ ২৬ হাজার ইউনিট যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। স্থানীয় কর্তৃপক্ষ বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার পুনরুদ্ধারে পদক্ষেপ নেয়ায় বিক্রি বেড়েছে। বিশেষ করে বিদ্যুচ্চালিত যানবাহনের বিক্রি জোরালো রয়েছে। সিপিসিএ জানিয়েছে, গত মাসে বিদ্যুচ্চালিত গাড়ির বিক্রি ৫ লাখ ৪৬ হাজার ইউনিটে পৌঁছেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে গাড়ি বিক্রিতে শীর্ষে ছিল বিওয়াইডি।
17891
চীনে কভিডজনিত লকডাউন সংস্থাটির গাড়ি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সংস্থাটির চীনে নির্মিত গাড়ি সরবরাহ আগের প্রান্তিকের তুলনায় ১৮ শতাংশ কমে গিয়েছে। গত মাসে রয়টার্স একটি অভ্যন্তরীণ উৎপাদন মেমো উদ্ধৃত করে জানায়, টেসলা জুনে সাংহাইয়ের কারখানায় ৭১ হাজারেও বেশি যানবাহন তৈরি করার লক্ষ্য নিয়েছিল। উৎপাদন বাড়াতে কারখানাটিতে প্রযুক্তি হালনাগাদ করা হচ্ছে। তবে এজন্য জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে বেশির ভাগ উৎপাদন স্থগিত করতে হবে। কারখানাটির লক্ষ্য শেষ পর্যন্ত প্রতি সপ্তাহে ২২ হাজার ইউনিট গাড়ি তৈরি করা। টেসলার বাইরে সিপিসিএর হিসাব অনুসারে, জুনে চীনজুড়ে ১৯ লাখ ২৬ হাজার ইউনিট যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। স্থানীয় কর্তৃপক্ষ বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার পুনরুদ্ধারে পদক্ষেপ নেয়ায় বিক্রি বেড়েছে। বিশেষ করে বিদ্যুচ্চালিত যানবাহনের বিক্রি জোরালো রয়েছে। সিপিসিএ জানিয়েছে, গত মাসে বিদ্যুচ্চালিত গাড়ির বিক্রি ৫ লাখ ৪৬ হাজার ইউনিটে পৌঁছেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে গাড়ি বিক্রিতে শীর্ষে ছিল বিওয়াইডি।
17891