PDA

View Full Version : জেমস ওয়েব টেলিস্কোপে তোলা প্রথম রঙিন ছবি প্রকাশ



SUROZ Islam
2022-07-12, 12:38 PM
মহাকাশ গবেষণা সংস্থা নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা প্রথম পূর্ণ-রঙের ছবি প্রকাশ করেছে। এ ছবির মধ্যে টেলিস্কোপটির প্রাথমিক আয়নার ‘সেলফি’ও রয়েছে। নাসা জানিয়েছে, প্রকাশিত ছবিটি মহাবিশ্বের সবচেয়ে গভীরতম এবং সর্বোচ্চ রেজুলেশনের চিত্র। ছবিতে গ্যালাক্সির আলো রয়েছে যার কাছে পৌঁছাতে বহু বিলিয়ন বছর লেগেছে।স্থানীয় সময় সোমবার (১১ জুলাই) হোয়াইট হাউসে ব্রিফিংকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবিগুলো বিশ্বকে মনে করিয়ে দেবে আমেরিকা বড় কিছু করতে পারে। এবং আমেরিকান জনগণকে - বিশেষত আমাদের বাচ্চাদের - মনে করিয়ে দেবে যে আমাদের ক্ষমতার বাইরে কিছুই নেই বলেন জো বাইডেন। তিনি আরও বলেন, আমরা এমন সম্ভাবনা দেখতে পাচ্ছি যা আগে কেউ দেখেনি। আমরা এমন জায়গায় যেতে পারি যেখানে আগে কেউ যায়নি। ১০ বিলিয়ন ডলারের জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ২০২১ সালের ২৫ ডিসেম্বর চালু হয়েছিল।
17893