Log in

View Full Version : চলতি বছর চীনে গাড়ি বিক্রি কমবে



kohit
2022-07-13, 10:57 AM
বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাণকারী দেশ চীন। সম্প্রতি বাণিজ্যিক গাড়ির চাহিদায় মন্দা দেখা গেছে বলে জানিয়েছে চীনের অটোমোবাইল শিল্প সংস্থা। এর জের ধরে গাড়ি বিক্রির পূর্বাভাস কমিয়েছে দেশটি। খবর আরব নিউজ।

চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার সের পূর্বাভাস বলছে, চলতি বছর ২ কোটি ৭০ লাখ গাড়ি বিক্রি করবে চীন। সে হিসাবে পূর্বাভাস গত বছর মোট গাড়ি বিক্রির ৩ শতাংশ বেশি। তবে গত বছরের ডিসেম্বরে এ বছর গাড়ি বিক্রির পূর্বাভাস ছিল ২ কোটি ৭৫ লাখ। সে হিসেবে নতুন পূর্বাভাস অনুযায়ী, গাড়ি বিক্রির পূর্বাভাস কমেছে ৫ দশমিক ৪ শতাংশ।

চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার সের তথ্য বলছে, বাস ও ট্রাকসহ বাণিজ্যিক গাড়ির চাহিদা অব্যাহতভাবে নিম্নমুখী ছিল। বাণিজ্যিক গাড়ি বিক্রি ১৬ শতাংশ কমে ৪০ লাখে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে কভিড-১৯ মহামারীতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চীনের অটোমোবাইল শিল্প খাত। নভেল করোনাভাইরাসের প্রকোপ এড়াতে বাণিজ্যিক কেন্দ্র সাংহাইসহ দেশের নানা প্রান্তে লকডাউন জারি করে চীনা সরকার।

বণিক বার্তা