Log in

View Full Version : প্রফিট করার প্রবণতা থেকে আমরা লসের স্বীকার হই।



md mehedi hasan
2022-07-19, 09:50 AM
ফরেক্স মার্কেটে আমরা বিনা ইনভেস্টমেন্ট এ ট্রেড করছি বাংলা ফোরাম এর কল্যাণ।আমরা প্রতি মাসে একটি ভালো বোনাস পাই।যা দিয়ে আমরা নিয়মিতভাবে ট্রেড করে এসেছি।কিন্তু দুঃখ জনক হলেও সত্যিই যে আমরা আমাদের এই বোনাস সঠিক ভাবে কাছে লাগাতে পারছি না।অতিরিক্ত প্রফিট এর আশায় অভার লটে ট্রেড করি।এমন কি মার্কেটে যখন ট্রেড করার মত পরিস্থিতি থাকে না তখনো ট্রেড করি।আসলে আমাদের প্রফিট এর দরকার ফরেক্স মার্কেটে দক্ষতা দরকার নেই।আর ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করতে না পারলে আপনি কখনো প্রফিট করতে পারবেন না।আমাদের যেটা আগে শেখার দরকার সেটা আমরা পরে শিখি।আমি ফরেক্স মার্কেটে টিকে থাকবো।আর মাসে এক ডলার হলেও প্রফিট করবো।আমার মনে হয় এটাই ফরেক্স মার্কেটে সফলতা।আর যদি ভাবি আমি অনেক প্রফিট করবো।কিন্তু মাস শেষে দেখা গেল একাউন্ট্ জিরো তাহলে আপনার এই প্রফিটের কোন দাম নেই।আমরা বেশির ভাগ ট্রেডার শুরুতে প্রফিট করি আবার তা উত্তোলন করি।কিন্তু এই ধারাবাহিকতা ধরৃ রাখতে পারিনা।প্রথম সপ্তাহে 50 ডলার লাভ।আর মাস শেষে একাউন্ট্ ফাকা।

Starship
2022-07-20, 07:39 PM
ফরেক্সে ট্রেড করে লস করার যথেষ্ট কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হইলো প্রফিট করার জন্য যখন আমরা অতিরিক্ত লোভ করি তখন প্রফিটের পরিবর্তে লসের স্বীকার হতে হয়। অনেক সময় আমরা যথাযথভাবে মানি ম্যানেজমেন্ট ফলো না করে অতিরিক্ত লটে নিয়ে ট্রেড করি এবং সার্পোট রেসিস্টেন্স ফলো না করার কারণে লস করে থাকি। তাই আমাদেরকে পর্যাপ্ত এনালাইসিস করার মাধ্যমে ট্রেড সিদ্ধান্ত নিতে হবে তাহলে ফরেক্সে লস থেকে রক্ষা পাওয়া যাবে।