SUROZ Islam
2022-07-19, 02:33 PM
২০২৪ সালেই আসতে পারে অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণ 'উইন্ডোজ ১২'। মূলত ২০১৫ সালে 'উইন্ডোজ ১০' উন্মোচনের পর তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচনের ধারা থেকে সরে আসার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। উইন্ডোজ ১০-এর নতুন সংস্করণ না এনে নিয়মিত হালনাগাদ ছাড়া হবে বলেও জানানো হয়েছিল। ধারণা করা হচ্ছিল, উইন্ডোজ অপারেটিং সিস্টেম অন্যান্য সফটওয়্যারের মতোই সংস্করণনির্ভর থাকবে না। এজন্য উইন্ডোজ ১০ কয়েকবার হালানাগাদ হয়েছিল। এর মধ্যে দুটি ছিল বড় পরিবর্তন। মাইক্রোসফট উইন্ডোজের সর্বশেষ সংস্করণ হিসেবে উইন্ডোজ ১০ ছাড়ার পর ধারণা করা হয়েছিল, এটিই উইন্ডোজের সর্বশেষ সংস্করণ।
উইন্ডোজ ১০-ই যে সর্বশেষ সংস্করণ গণমাধ্যমে এমন খবর এলেও তা কখনও অস্বীকার করেনি মাইক্রোসফট। কিন্তু ২০২১ সালে উইন্ডোজ ১১ উন্মোচনের ঘোষণা দিয়ে নতুন আলোচনার জন্ম দেয় মার্কিন কোম্পানিটি। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, উইন্ডোজের জন্য তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচনের করার পুরোনো প্রথায় ফিরে যাচ্ছে মাইক্রোসফট। আর এটি সত্যি হলে উইন্ডোজের নতুন সংস্করণের দেখা মিলবে ২০২৪ সালেই। মাইক্রোসফট উইন্ডোজের ১২ বিষয়ে কিছু না জানালেও আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে উইন্ডোজ ১১-এর আপডেট ছাড়া হবে।
http://forex-bangla.com/customavatars/1948022501.jpg
উইন্ডোজ ১০-ই যে সর্বশেষ সংস্করণ গণমাধ্যমে এমন খবর এলেও তা কখনও অস্বীকার করেনি মাইক্রোসফট। কিন্তু ২০২১ সালে উইন্ডোজ ১১ উন্মোচনের ঘোষণা দিয়ে নতুন আলোচনার জন্ম দেয় মার্কিন কোম্পানিটি। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, উইন্ডোজের জন্য তিন বছর পরপর নতুন সংস্করণ উন্মোচনের করার পুরোনো প্রথায় ফিরে যাচ্ছে মাইক্রোসফট। আর এটি সত্যি হলে উইন্ডোজের নতুন সংস্করণের দেখা মিলবে ২০২৪ সালেই। মাইক্রোসফট উইন্ডোজের ১২ বিষয়ে কিছু না জানালেও আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে উইন্ডোজ ১১-এর আপডেট ছাড়া হবে।
http://forex-bangla.com/customavatars/1948022501.jpg