PDA

View Full Version : প্রথমার্ধে ৪৬০ কোটি ডলারের গাড়ি রফতানি তুরস্কের



kohit
2022-07-25, 11:43 AM
চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে তুরস্কের গাড়ি রফতানি আয় ৪৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। উলুদাগ অটোমোটিভ ইন্ডাস্ট্রি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি।

স্থানীয় গাড়ি শিল্প সংস্থাটি জানায়, গত ছয় মাসে মোট গাড়ি রফতানির ৩০ দশমিক ১ শতাংশ ছিল যাত্রীবাহী গাড়ি। তুরস্কের গাড়ির সবচেয়ে বড় রফতানি গন্তব্য ছিল ফ্রান্স। তবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে ফ্রান্সে গাড়ি রফতানি ৩০ শতাংশ কমে ৬৫ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়িয়েছে। তুরস্কের যাত্রীবাহী গাড়ির দ্বিতীয় বৃহৎ রফতানি গন্তব্য ছিল যুক্তরাজ্য। স্পেনে তৃতীয় সর্বোচ্চ ৪৫ কোটি ৬৭ লাখ ডলারের যাত্রীবাহী গাড়ি রফতানি হয়েছে। গত বছর যেখানে রফতানি হয়েছিল ৪০ কোটি ৫৮ লাখ। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইতালি ও জার্মানি।

চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে তুরস্কের যাত্রীবাহী গাড়ি রফতানি হয়েছে ৫২ কোটি ২৭ লাখ ৮০ হাজার ডলার। গত বছরের একই সময়ে যেখানে রফতানি হয়েছিল ৩৯ কোটি ৫০ লাখ ডলার।

তুরস্কের মোট যাত্রীবাহী গাড়ি রফতানির ৩৫ দশমিক ৭ শতাংশ হয় ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনে।

বণিক বার্তা