PDA

View Full Version : গ্রামীণফোন ফাইভজি ট্রায়াল করলো



SaifulRahman
2022-07-27, 04:19 PM
ঢাকা ও চট্টগ্রামে ইউজ কেসসহ ফাইভ-জি নেটওয়ার্কের ট্রায়াল পরিচালনা করেছে গ্রামীণফোন। শিগগিরই অন্যান্য বিভাগীয় শহরে ফাইভ-জি ট্রায়াল পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানীর জিপি হাউজে ইনোভেশন ল্যাবে ফাইভ-জি ট্রায়ালের অভিজ্ঞতা নেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি কানেক্টিভিটির ভবিষ্যৎ উন্মোচনে পদক্ষেপ গ্রহণ করলো। গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা উন্মোচনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যপূরণে আমরা ফাইভ-জি কানেক্টিভিটি ও এর ইউজ কেসের ট্রায়াল পরিচালনা করছি। তিনি বলেন, বর্তমানে আমরা দেশজুড়ে বিস্তৃত ফোরজি নেটওয়ার্ক শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। একইসঙ্গে, আমরা ভবিষ্যতের সক্ষমতা তৈরি, ফাইভজি ইকোসিস্টেম বিনির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি, ব্লকচেইন ও রোবোটিকসের মাধ্যমে শিল্পখাতের জন্য বিভিন্ন সল্যুশন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। ফাইভজি’র ট্রায়াল পরিচালনা ও ফাইভজি’র চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে কাজ করার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেন ইয়াসির আজমান।
https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/gppp-2207270714.jpg