PDA

View Full Version : পুঁজিবাজারে দুই-এক বছরের মধ্যে ২৪ ঘন্টা লেনদেন চলবে: বিএসইসি চেয়ারম্যান



Rakib Hashan
2022-08-14, 03:54 PM
বৃহস্পতিবার (১১ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২০২১-২২ অর্থবছরে শীর্ষ ব্রোকারদের পুরস্কার বিতরন অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বাংলাদেশের শেয়ারবাজারকে বিশ্বমানের ডিজিটালাইজড করতে এরইমধ্যে বিশ্বব্যাংকের অর্থায়ন পেয়ে গেছি। ফলে এ বছরের শেষের দিকে বা আগামী বছরের শুরুর দিকে সুইস ও ইউরোপিয়ান কনসাটেন্টদের সাহয্যে কাজ শুরু হবে। এতে করে আগামী দুই-এক বছরের মধ্যে দেশের শেয়ারবাজারের চেহারা পাল্টে যাবে। ওইসময় পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ২৪ ঘন্টা লেনদেন করা যাবে। তবে ব্যাংক যখন খোলা থাকবে, তখন লেনদেন কার্যকর হবে। http://forex-bangla.com/customavatars/1876116934.jpg

alamsat
2022-08-14, 10:14 PM
২৪ ঘন্টা লেনদেন থাকলেও নিয়ম অনুযায়ী ব্যাংক টাইমে যেমন লেনদেন হবে অন্য সময়ে তেমন লেনদেন দেখা যাবে না। কারন বাংলাদেশের ব্যাংক সময়ে টাকা উত্তোলন করে লেনদেন করতে পারে কিন্তু অন্য সময়ে সেটা করতে পারে না। তাই অন্য সময়ে লেনদেন এর হার অনেক কমে যাবে। যেমন আমরা ফরেক্স এর বিভিন্ন সেশনে বিভিন্ন কারেন্সির উপর গতি কম বেশি দেখতে পাই এটার মুল কারন হল সেই দেশের ব্যাংক এর লেনদেন।

MixNevada
2023-01-15, 05:23 AM
Undoubtedly, trading in the financial markets is fraught with high risk, so it is important to study this topic in detail from all sides and carefully monitor the stock price before you start trading. A source www.porssikurssit.fi (https://www.porssikurssit.fi/) will be useful in this topic. Having full information, you can open your way to financial independence.