PDA

View Full Version : উন্নয়নশীল দেশের পণ্যে আমদানি শুল্ক কমাবে যুক্তরাজ্য



SaifulRahman
2022-08-17, 04:54 PM
নতুন করে শতাধিক পণ্যের আমদানি শুল্ক কমাতে চলেছে যুক্তরাজ্য। বাণিজ্য সংযোগ বাড়াতে বিশ্বের অর্ধশতাধিক দরিদ্র দেশের পণ্য আমদানিতে এ সুবিধা দেবে দেশটি। আগামী জানুয়ারিতে ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম নামের এ উদ্যোগ কার্যকর হবে। জামাকাপড়, জুতা ও খাবারের মতো কম উৎপাদিত হওয়া পণ্যগুলো দেশটিতে ছাড় বা শুল্কমুক্ত সুবিধা পাবে। ইইউর সদস্য থেকে বেরিয়ে আসার পর থেকে বৈশ্বিক বাণিজ্য নিয়ে চাপে পড়ে যুক্তরাজ্য। এর পর থেকেই দেশটি আঞ্চলিক বাণিজ্য জোট ও দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। ব্রেক্সিটের পাশাপাশি বৈশ্বিক সংকটের কারণে দেশটির মূল্যস্ফীতি চার দশকের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, এ অবস্থায় করছাড় দিয়েও উন্নয়নশীল বিশ্বের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চাইছে লন্ডন। নতুন উদ্যোগের মাধ্যমে ৬৫টি উন্নয়নশীল অর্থনীতির পণ্য করছাড়ের আওতায় আসবে। দেশটি আগে থেকেই এমন কিছু সুবিধা দিয়ে রেখেছে। ফলে উন্নয়নশীল দেশগুলো হাজার হাজার পণ্য শুল্ক ছাড়াই যুক্তরাজ্যে রফতানি করতে পারে। নতুন স্কিম কার্যকর হলে আফ্রিকার প্রায় ৯৯ শতাংশ পণ্য ছাড় বা শুল্কমুক্ত সুবিধা পাবে।
ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড জানিয়েছে, এ স্কিম যুক্তরাজ্যের সমৃদ্ধি বাড়াতে এবং দেশগুলোর দারিদ্র্য দূরীকরণে সহায়তা করবে। পাশাপাশি এটি বাণিজ্য ব্যবহার করে দরিদ্র দেশগুলোর আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে আনার জন্যও একটি বিস্তৃত চাপের অংশ। স্ক্রিমটিতে মানবাধিকার বা শ্রম আইন লঙ্ঘন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাধ্যবাধকতা পূরণ না করার জন্য একটি দেশের এ সুবিধা স্থগিত করার ক্ষমতা অন্তর্ভুক্ত রয়েছে। দেশটির বৈদেশিক বাণিজ্য মন্ত্রী অ্যান-ম্যারি ট্রিভেলিয়ান বলেন, একটি স্বাধীন বাণিজ্যিক দেশ হিসেবে আমরা আমাদের বাণিজ্য নীতির নিয়ন্ত্রণ ফিরিয়ে নিচ্ছি। আমাদের এ উদ্যোগ ব্রিটিশ ব্যবসাগুলোর জন্য সহায়ক এবং জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তা করবে। পাশাপাশি এটি উন্নয়নশীল অর্থনীতিগুলোকে উপকৃত করবে।
http://forex-bangla.com/customavatars/2112183774.jpg