PDA

View Full Version : জেমস বন্ড অভিনেতা শন কনারির গাড়ি ২৪ লাখ ডলারে বিক্রি



kohit
2022-08-21, 03:54 PM
18073
জেমস বন্ড সিনেমায় যুক্ত হওয়া যেকোনো ব্র্যান্ডই বিশ্বব্যাপী নাম-ডাক পেয়ে থাকে। ওই সিরিজের সঙ্গে যুক্ত যেকোনো জিনিস কেনার জন্য ভক্তরা হুমড়ি খেয়ে পড়বেন, তাও স্বাভাবিক। এই যেমন বন্ড সিনেমার নায়ক শন কনারি ব্যবহৃত অ্যাস্টন মার্টিন গাড়ি পেয়ে গেলে প্রত্যাশার চেয়ে বেশি দাম।

সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, কনারির মালিকানাধীন একটি অ্যাস্টন মার্টিন ডিবি৫ গাড়ি ২৪ লাখ ডলারে বিক্রি হয়েছে সম্প্রতি। যদিও এ গাড়িটি কখনো সিনেমায় ব্যবহৃত হয়নি।

ব্রিটিশ সিক্রেট এজেন্ট জেমস বন্ড চরিত্রে এ অভিনেতা ১৯৬০ এর দশকের সিনেমায় এ মডেলের গাড়ি চালিয়েছেন।

গত ১৮ আগস্ট *যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেরি উপদ্বীপে ক্লাসিক কার ইভেন্টের বার্ষিক সিরিজ মন্টেরি কার উইকে অনুষ্ঠিত নিলামে বিক্রি হয় রূপালি রঙের গাড়িটি।

০০৭ এজেন্ট চরিত্রে বেশ কয়েকজন অভিনেতা অভিনয় করেছেন। সিরিজের দুই ডজনের বেশি ছবিতে তারা বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি চালিয়েছেন। বিএমডব্লিউ, বেন্টলিস থেকে শেভ্রোলেটস ও ফোর্ড পর্যন্ত প্রায় শীর্ষ ব্র্যান্ড রয়েছে এ তালিকায়। কিন্তু এখনো বন্ড গাড়ি বলতে ১৯৬৪ সালে ব্যবহৃত অ্যাস্টন মার্টিন বোঝে অনেকে।

প্রথম জেমস বন্ড হিসেবে সিরিজ ভক্তদের সমীহ পান শন কনারি। তার আউটফিট থেকে শুরু করে ব্যবহৃত প্রতিটি সরঞ্জাম ক্ল্যাসিকের মর্যাদা পেয়েছে। তারই একটি অ্যাস্টন মার্টিন কার।

বণিক বার্তা