Log in

View Full Version : বোনাস পেতে লেট হলে অনেকে ফোরামে পোস্ট করেন না।



Mas26
2022-08-25, 12:39 AM
অনেকদিন যাবত আমি লক্ষ্য করছি যে Forum এ সদস্য সংখ্যা অনেক কম এবং তারা পোস্ট অনেক কমিয়ে দিয়েছেন এবং অনেকে পোষ্টই করে না।এটার কারণটা কি আসলে আমার জানা নেই। তবে এর আগে আমি অনেকবার ফলো করেছি যে যখন বোনাস পেতে লেট হয় তখন অনেক সদস্যই এখানে পোস্ট করেনা। আসলে এটা আমি মনে করি ঠিক না বোনাসের জন্য আমাদের এখানে পোস্ট করা উচিত নয়।এখানে অনেক কিছু শিক্ষানীয় বিষয় আছে যেগুলো আমরা একজন এর মাধ্যমে আরেকজন জানতে পারি। তাই আমি সবার কাছে অনুরোধ করব যে সবাই নিয়মিতভাবে পোস্ট করবেন এবং আমরা এর মাধ্যমে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে বলে মনে করি। সবাই বেশি বেশি Trad সম্পর্কে অভিজ্ঞতা বারে সে ধরনের পোস্টের দিকে গুরুত্ব দিবেন তাহলে আমাদের মত অনঅভিজ্ঞ ট্রেডারদের জন্য খুব ভালো হবে এবং আমরা আপনাদের মাধ্যমে এ ট্রেড শিখতে পারব এবং এখান থেকে আমরা কিছুটা প্রফিট করতে সক্ষম হব। আসলে আমরা Forum এ কাজ করি সাধারনত এখান থেকে কিছু শিখার জন্য এবং আমরা যদি এটা ভালোভাবে আয়ত্ব করতে পারি তাহলে এটাকে আমরা প্রফেশনাল ভাবে নিতে পারবে বলে আমি মনে করি। এটা কে আমরা চাকরির বিকল্প হিসাবে মনে করতে পারি যদি এখান থেকে সে ধরনের এক্সপার্ট হয়ে ওঠতে পারি। তাহলে অবশ্যই ফরেক্স ট্রেড করে ভালো কিছু করা সম্ভব বলে আমি মনে করি ধন্যবাদ সবাই বেশি বেশি করে তথ্যমূলক পোস্ট করবেন যাতে আমরা আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারি।