View Full Version : উভয়মূখী ট্রেড আপনার জন্য ক্ষতিকর।
Mas26
2022-08-25, 12:51 AM
উভয়মুখী ট্রেড করে আমি অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়েছি আসলে আমি প্রথমে একটা ট্রেড ওপেন করেছি। এবং পরবর্তীতে আমি দেখলাম যে আমার Trad অনেক টা লস হয়ে গেছে তখন আমি বিপরীতমুখী একটি ট্রেড ওপেন করেছি।অামার লসটা তখন মাঝামাঝি পর্যায়ে থেকে গিয়েছে এই ধরনের Trad এ ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কোন ধরনের সুফল ভোগ করতে পারিনা।তাই আমি মনে করি এ ধরনের ট্রেড থেকে বিরত থাকা উচিত।
এবং ফরেক্সে কাউন্টার ট্রেড বলতে সেভ পেয়ারে একই সাথে উভয়মুখী ট্রেড করাকে বোঝায়। ফরেক্স মার্কেটে একই সাথে উভয়মুখী ট্রেড নেয়া ঠিক নয়। এটা আপনার ব্যালেন্স এর উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাতে করে হয়তো আপনি দু-একটি ট্রেডে ভালো করতে পারেন কিন্তু এভারেজে অনেক বড় লস করার পসিবিলিটি আছে। দেখা গেল একদিকের ট্রেডে আপনি কিছু প্রফিট নিয়ে ক্লোজ করে দিলেন এবং লসে থাকা ট্রেডটি আগের জায়গায় ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকলেন কিন্তু দেখা গেল আগের জায়গায় ফিরে না আসে মার্কেট একই দিকে যেতে থাকলো এবং অনেক বড় লস হলো তখন আপনি বড় বড় এমাউন্টের লস নিয়ে ট্রেডটি ক্লোজ করলেন। সামগ্রিকভাবে লসের পাল্লাই তখন ভারী হয়ে যায়।
তাছাড়া বোনাস একাউন্টের ক্ষেত্রে উভয়মুখী ট্রেড নেয়ার সুযোগ নেই। তাতে করে কর্তৃপক্ষ আপনার একাউন্ট ব্যান করে দিতে পারে। তবে আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে উভয়মুখি ট্রেড নিতে পারবেন।
Starship
2022-08-27, 09:37 PM
উর্ধ্বমুখী ট্রেন্ড মানেই যে আপনার জন্য ক্ষতিকর বিষয়টি এমন নয়। প্রতিটি ট্রেড নেওয়ার জন্য আমাদেরকে পর্যাপ্ত এনালাইসিস করতে হবে কেননা এনালাইসিস ব্যতীত ফরেক্স মার্কেটে ট্রেড করা মানে নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স লস করা। তাই ট্রেন্ড উর্দু মুখে বা নির্মমুখী হোক সেটা আমাদেরকে এনালাইসিস করার মাধ্যমে ট্রেড নিতে হবে। তবে ট্রেন্ড এর বিপরীতে কখনো ট্রেড নিবেন না। স্রোতের বিপরীতে গা ভাসিয়ে কখনো টিকা যায় না। তাই আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে। বিশেষ করে নিউজের সময় ট্রেড করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
Mas26
2022-08-28, 12:14 PM
আসলেই ব্যাপারটি এমনটি নয় আপনার একটু বুঝতে ভুল হয়েছে আসলে আমি উভয়মুখী ট্রেডের কথা বলেছি আমি ঊর্ধ্বমুখী ট্রেডের কথা বলিনি। আমরা অনেক সময় দেখা যায় অনেক ট্রেডার আছি যারা buy-sell দুটি ট্রেডি ওপেন করি এবং আমরা এখান থেকে কোন ধরনের প্রফিট নিতে পারি না। যার কারণে আমরা অনেক সময় লস এর সম্মুখীন হয়ে থাকি আমি সেই ধরনের ট্রেডের কথাই বলেছি।মার্কেটের একটি নিজস্ব রুলস আছে নিজস্ব গতি আছে সেই গতি অনুযায়ী মার্কেট চলে এবং ট্রেন্ডের বিপরিদে trad করা বিপদজনক সেটা ঠিক আছে। কিন্তু উভয়মুখী ট্রেড করলে আমরা প্রফিট করতে পারিনা আমি সাধারণত এইটার কথাই বলতে চেয়েছি।
alamsat
2022-08-28, 10:00 PM
আমরা উভয়মূখী ট্রেড কখন করে থাকি এটা মনে রাখার বিষয়। আমি বিশেষকরে যখন কোন ট্রেড করার পর সেটি আমার বিপরীতে চলতে থাকে তখন লস গ্রহন না করে ট্রেডটি কে বাঁচানোর জন্য একই লট ব্যবহার করে একটি বিপরীত মূখী ট্রেড করে থাকি আর মনে করি যদি কখনও ট্রেড টি আবার ফিরে আসে তাহলে আমার লস রিকোভারি হয়ে যাবে আর বিপরীত মূখি ট্রেডটি করার কারনে নতুন করে কোন লস হচ্ছে না বরং লাভ হচ্ছে কিন্তু দেখা যাই যে প্রফিটের ট্রেড টি কিছু সময় রেখে ক্লোজ করে দেই এবং পুনরায় লসের ট্রেড টি ধরে রাখি এভাবে আবার বিপরীত মুখি ট্রেড করে ফেলি যার ফলে পুরো একাউন্ট শুন্য হয়ে যাই। তাই বিপরীত মুখি ট্রেড কখনও ভাল না। একটি ট্রেড এ প্রফিট না হলে লস নিয়ে ক্লোজ করতে হবে কিন্তু বিপরীত মুখি ট্রেড কখনও নয়।
habibi
2022-09-22, 11:10 AM
হেজিং সম্পর্কে বলতে গেলে আমার মনে হয় না কেউ প্রফিট করার জন্য হেজিং করে। হেজিং করে মুলত লস রিকভার করার জন্য। ধরুন eurusd পেয়ারে আপনি একটি বাই অর্ডার খুলে ছিলেন অর্ডার ওপেন করার কিছুক্ষন পর দেখলেন যে এই পেয়ার ডাউন ট্রেন্ড হবে ইতি মধ্যে আপনি কিছু পিপ্স লস করে ফেলেছেন। আপনি যদি সেক্ষেত্রে অর্ডারটি ক্লোজ করেন তাহলে আপনার পুরোটাই লস হবে। একই পেয়ারে এখন আপনি এখান থেকে যদি একটা সেল অর্ডার ওপেন করেন তাহলে আপনি সেল অর্ডার থেকে প্রফিট আসবে। এইভাবে আপনার এক পর্যায়ে আপনার লস রিকাভার করতে পারবেন। আর হেজিং করে কখনো বেশি প্রফিট করা যায় না। হেজিং করতে হবে বুঝেশুনে। আরেকটি বিষয় অনেক ব্রোকার রয়েছে যেখানে হজিং করা যায় না। তাই আপনার ব্রোকারে হজিং করা যায় কিনা তা দেখে নিবেন। তানাহলে আপনার অর্ডার বাতিন হয়ে যেতে পারে।
samun
2023-01-24, 03:42 PM
উভয় মূখী ট্রেড খুবই ক্ষতিকর। কিন্তু আমি পূর্বেএমন ট্রেড একাধিক বার করেছি। কিন্তু আমি সৌভাগ্য বশত লস করেছিলাম না। অর্থাৎ গ্লোড 1828.47 থেকে বাই এবং 1830.12 থেকে সেল গ্রহণ করি। যার টিপি ছিল যথাক্রমে বাই 1830.00 এবং সেল 1826.00। তাছাড়া 0.05 সেন্ট দিয়ে আমি গ্লোডে ট্রেড ওপেন করতাম। আমি এ সিষ্টেম ব্যবহার করেছি অল্প কয়েকবার, তবে আমি লস করিনি। বরং লাভ হয়েছে। কিন্তু পরবর্তী থেকে এই বাই এবং সেল উভয় মূখী ট্রেড আর কখনই করা হয়নি।
samun
2023-01-24, 03:46 PM
বিশেষ করে নতুন সকল ধরণের ট্রেডারদের অবশ্যই উভয় মূখি ট্রেড করা থেকে বিরত থাকা উচিৎ। ভাগ্য ভালো থাকলে অবশ্যই ট্রেড করে লাভ করবেন। কিন্তু যদি দূর্ভাগ্য হয় তবে আপনাকে পস্তাতে হবে। লাভ বা লস কোনটা হবে আপনি বুঝতে পারবেন না। ফলে যে ট্রেড লস করে কাটবেন তার বিপরীতে ধরা ট্রেড যদি আপনার আবার প্রতিকূলে চলে যায় তবে উভয় দিকে লস আপনাকে বিপদে ফেলে দেবে। তাই আমি মনে করি অবশ্যই উভয়মূখি ট্রেড করা থেকে বিরত থাকা উচিৎ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.