PDA

View Full Version : একজন ফরেক্স ট্রেডারেরা যে ধরনের মনমানসিকতা হওয়া উচিত।



Mas26
2022-08-25, 01:03 AM
কেমন হওয়া উচিত একজন ফরেক্স ট্রেডারের সার্বিক অবস্থা।
বর্তমানে বেশির ভাগ ফরেক্স ট্রেডারই ট্রেডিং মার্কেট বুঝা, বিশ্লেসন করা, ইত্যাদি বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান রাখেন। কিন্তু নিয়মনীতি মেনে দীর্ঘ দিন ট্রেডিং জগতে বেচে থাকার যে মন মানসিকতা থাকা প্রয়োজন তা কিন্তু খুবই কম সংখ্যক ট্রেডারের মাঝেই পাওয়া যায়। ফলে বেশির ভাগ ট্রেডারই প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হয়ে থাকে।অথচ সামান্য কিছু বিষয়ের প্রতি যদি আমরা একটু সতর্কতা অবলম্বন করি তবে আমাদের ট্রেডিং জীবন হয়ে উঠতে পারে আনন্দময়।যদিও অনেকের ক্ষেত্রে ফরেক্স হচ্ছে একটি লোভনীয় ব্যবসা। তাই ফেলতেও পারে না আবার হজম করতেও সমস্যা হয়।তাই আমাদের উচিত হবে ফরেক্স ট্রেডিং জগতে চিন্তা ভাবনা ও পরিকল্পনায় পরিবর্তন আনা।

কেমন হওয়া উচিত একজন ফরেক্স ট্রেডারের সার্বিক অবস্থা ?

01) মার্কেট এনালাইসিসের ভিত্তিতে বেশির ভাগ সম্ভাবনা কে সামনে রেখে পজিশন গ্রহন করুন
02) Exiting trade পরিহার করে plan ভিত্তিতে ট্রেড করুন।
03) সঠিক স্টপ লস নির্বাচন করুন
04) ট্রেডে সঠিক লট সাইজ নির্বাচন করুন, যদি সম্পূর্ন বিনিয়োগের রিস্ক নিয়ে তা ডাবল করার নেশায় ট্রেড করেন তবে আপনি গেইমবলার।
05) আপনাকে বুঝতে হবে আপনি কি ট্রেড করছেন? কেন করছেন ?
06) টাইম ফ্রেম নির্বাচনে সর্তক হোন, গেইমবলার হয়ে উঠার মত যে কোন উপসর্গ দেখলে নিজেকে শান্ত রাখুন।
07) আপনার ট্রেডিং strategy-তে ফিরে যান এবং এটি ডেভলাপ করতে থাকুন।
08) আপনার historical performance রিভিউ করুন এবং আপনার সফলতা ও ব্যর্থতার কারন গুলো বের করুন।
09) ট্রেড কে ব্যবসা হিসাবে মূল্যায়ন করুন গেইম হিসাবে নয়।
10) আপনার চিন্তা ভাবনা কে প্রসারিত করুন,,কোন প্রফেশনাল ট্রেডারের অধীনে চলুন।

Starship
2022-08-27, 09:15 PM
একজন ট্রেডারে যে সকল গুণাবলী থাকা উচিত তা হল ফরেক্সে জানতে হবে অভিজ্ঞতায় সবকিছু এখানে যে যত বেশি অভিজ্ঞতা অর্জন করবে সে তত বেশি প্রফিট করতে পারবে তাই প্রথমে আপনাকে প্রফিট করার মন-মানসিকতা না রেখে নিজের অভিজ্ঞতা বৃদ্ধি করতে হবে৷ যেখানে ৯৫% ফরেস্টারের ব্যর্থ সেখানে ৫% ফরেক্স সফল ট্রেডার। তাই আপনাকে সফল হতে হলে লস মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আমি মনে করি আপনি যদি মানে ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করেন তাহলে আপনি কখনোই মানুষিক চাপ নিয়ে ট্রেড করতে হবে না।