PDA

View Full Version : যুক্তরাজ্যে ভোক্তা ব্যয় কমার আশঙ্কা আসডার



kohit
2022-08-29, 12:07 PM
চলতি বছরের জুলাইয়ে ব্রিটিশ পরিবারের অতিরিক্ত ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় গড়ে ১৬০ পাউন্ড বেড়েছে। দেশটির সুপারমার্কেট আসডার এক গবেষণায় বলা হয়, খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির জের ধরে ক্রেতাদের কেনাকাটা কমবে। জীবনযাত্রার ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতির হারের ঊর্ধ্বমুখিতা ব্রিটিশ পরিবারগুলোর ব্যয়ের ওপর প্রভাব ফেলেছে। খবর দ্য গার্ডিয়ান।

আসডা জানিয়েছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটির বিক্রি আগের প্রান্তিকের তুলনায় শ্লথ ছিল। গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি কমেছে ১ দশমিক ৯ শতাংশ। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জ্বালানি বাদে অন্যান্য পণ্যের বিক্রি ৯ দশমিক ২ শতাংশ কমেছে। আসডা জানিয়েছে, জাস্ট এসেনশিয়ালস সেগমেন্টের পণ্য বিক্রি করে তুলনামূলক বেশি লাভবান হয়েছে প্রতিষ্ঠানটি। মূলত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্রেতাদের লক্ষ্য করেই এ সেগমেন্ট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এ বছরের মে মাসে নতুন সেগমেন্টটি চালু করা হয়। বর্তমানে সেগমেন্টটিতে ফল, শাকসবজি, তাজা মাংস ও মাছসহ মোট ২২০টি পণ্য রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মূল্যসচেতন ক্রেতাদের মধ্যে এ সেগমেন্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি তিনজন ক্রেতার একজন জাস্ট এসেনশিয়ালস পণ্যের ক্রেতা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব থেকে সুলভ মূল্যে ফল বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিল আসডা। প্রতিষ্ঠানটি আরো জানিছে, ড্রপড অ্যান্ড লকড ক্যাম্পেইন সম্প্রসারণ করা হয়েছে। এ ক্যাম্পেইনের লক্ষ্য অনুসারে চলতি বছরের বাকি মাসগুলোয় প্রায় ২৫০টি পণ্যের মূল্যে কোনো পরিবর্তন হবে না।

বণিক বার্তা