PDA

View Full Version : নাসার আর্টেমিস-১ মিশনের অনুষ্ঠান কিভাবে দেখবেন ?



Rakib Hashan
2022-08-29, 01:31 PM
http://forex-bangla.com/customavatars/1307346746.jpg
এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে শক্তিশালী মহাকাশযান ‘মেগা মুন রকেট’ চাঁদে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আগামী সোমবার আর্টেমিস-১ মিশনের এই মহাকাশযানটির পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করবে নাসা। এর মাধ্যমে আশা করা হচ্ছে শেষ পর্যন্ত মানুষ নিকটতম প্রাকৃতিক উপগ্রহগুলো এবং মঙ্গল গ্রহেও যেতে পারবে।
২০ বিলিয়ন ডলারের রকেটটি ৩০ তলা স্পেস লঞ্চ সিস্টেম এবং ওরিয়ন ক্যাপসুলের সমন্বয়ে তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯বি থেকে আগামী সোমবার সকালে এটি উৎক্ষেপণ করা হবে। নাসা টেলিভিশনের মাধ্যমে উৎক্ষেপণের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া নাসার মোবাইল অ্যাপ এবং তাদের ওয়েবসাইটেও অনুষ্ঠানটি দেখা যাবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট থেকে রাত ৮টা ৩৩ মিনিটের মধ্যে রকেটটি উৎক্ষেপণ করা হবে।
আর্টেমিস-১-এর পরীক্ষামূলক ফ্লাইটটির মাধ্যমে বিজ্ঞানীরা এর গুরুত্বপূর্ণ দিকগুলো পর্যবেক্ষণ এবং পরিবর্তন করবেন। পরবর্তী সময়ে একজন নভোচারীসহ ২০২৪ সালে আর্টেমিস-২ মিশন পরিচালনা করা হবে। আর ২০২৫ সালে আর্টেমিস-৩ মিশনের মাধ্যমে একজন নারী এবং একজন পুরুষ চাঁদে অবতরণ করবেন। মঙ্গল গ্রহে মানুষ পৌঁছানোর উদ্দেশে মহড়া হিসেবে নাসা এই মিশনগুলো চালাবে।
চাঁদের বাইরে ৬৪ হাজার কিলোমিটার ঘুরে রকেটটি ১০ অক্টোবর পৃথিবীতে ফেরত আসবে। মহাকাশযানটি শব্দের গতির ৩২ গুণ গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে নাটকীয়ভাবে ফিরে আসবে। চরম বায়ু ঘর্ষণ এবং প্যারাশুটের কারণে মহাকাশযানটি ঘণ্টায় মাত্র ২০ মাইল গতিতে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের উপকূলে পতিত হবে।

Rassel Vuiya
2022-09-05, 01:29 PM
http://forex-bangla.com/customavatars/649860504.jpeg
একই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন মহাকাশ সংস্থা নাসার চাঁদে রকেট পাঠানোর অভিযান স্থগিত হয়েছে। নাসার বিজ্ঞানীরা ব্যর্থতার কারণ হিসেবে 'ফুয়েল লিক' এর কথা উল্লেখ করেছেন। গতকাল বার্তা সংস্থা রয়টার্স নাসার বরাত দিয়ে জানিয়েছে, সর্বশেষ এ ঘটনার কারণে আর্টেমিস প্রকল্পের প্রথম চন্দ্রাভিযান অন্তত কয়েক সপ্তাহের জন্য পিছিয়ে যেতে পারে।
শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটে রকেট উৎক্ষেপণের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে উৎক্ষেপণের পূর্ব প্রস্তুতির সময়ই, প্রায় ৩ ঘণ্টা আগে ৩২ তলা উঁচু এসএলএস (স্পেস লঞ্চ সিস্টেম) রকেট ও ওরিয়ন ক্যাপসুলের যাত্রা স্থগিত করা হয়। যাত্রার প্রস্তুতির সময় নাসার টেকনিশিয়ানরা রকেটের 'কোর-স্টেজ' জ্বালানি ট্যাংকে এই বড় আকারের 'লিকেজটি' চিহ্নিত করেন। এই লিকেজের ফলে রকেটের জ্বালানি ট্যাংকে পাম্প করে ঢোকানো উচ্চ মাত্রার শীতলীকৃত তরল হাইড্রোজেন প্রপেলেন্ট বের হয়ে যাচ্ছিল। এর আগে, গত সপ্তাহের সোমবার জ্বালানি লাইনের লিকেজ ও ত্রুটিপূর্ণ তাপমাত্রা সেন্সরের কারণে উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হয়।
তবে গতকালের ঘটনার নিরীক্ষায় নাসা সিদ্ধান্ত নিয়েছে, হাইড্রোজেন বের হয়ে যাওয়ার বিষয়টি বেশ সূক্ষ্ম এবং এটি পুরোপুরি মেরামত করে মঙ্গলবারের মধ্যে রকেট উৎক্ষেপণের সম্ভাবনা নেই বললেই চলে।
নাসার সহযোগী প্রশাসক জিম ফ্রি গণমাধ্যম ব্রিফিংয়ে জানান, এই অভিযান পরিচালনা করার পরবর্তী সুযোগ আসবে ১৯ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অথবা অক্টোবরে। তিনি আরও জানান, অভিযান স্থগিত করার কারণে মহাকাশ যানটিকে আবারও লঞ্চ প্যাড থেকে সরিয়ে অ্যাসেম্বলি দালানে নিয়ে যেতে হবে। কেপ ক্যানাভেরালের নিয়ম অনুযায়ী, একটি সুনিদৃষ্ট সময় পর্যন্ত রকেট লঞ্চপ্যাডে থাকতে পারে। এই নির্ধারিত সময়ের মধ্যে সেটি উৎক্ষেপণ না করা গেলে আবারও নিরাপত্তা পরীক্ষা করতে হয়, যেটি লঞ্চপ্যাডে সম্ভব নয়।

Tofazzal Mia
2022-09-14, 12:47 PM
নাসার নতুন চন্দ্রাভিযান এখনো অনিশ্চিত। নভোচারীবিহীন আর্টেমিস-১ নামের চন্দ্রাভিযান এরই মধ্যে দুইবার পেছানো হয়েছে কারিগরি ত্রুটির কারণে। বলা হচ্ছে প্রয়োজনে তা আরেক দফা পেছানো হতে পারে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই চন্দ্রাভিযান শুরুর তৃতীয় দফার চেষ্টা করা হতে পারে আগামী ২৭ সেপ্টেম্বর, আপাতত তেমনটাই জানাচ্ছে কর্তৃপক্ষ। চাঁদের উদ্দেশ্যে সম্ভাব্য উৎক্ষেপণের দিন নির্ধারণের কথা গত সোমবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছে নাসা। নাসা বলছে, 'স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটে জ্বালানি ভরার সফল পরীক্ষার ওপর নির্ভর করছে মহাকাশযানটি উৎক্ষেপণের তারিখ। এ ছাড়া রয়েছে আরো পরীক্ষা-নিরীক্ষার ব্যাপার। সব শর্ত পূরণ হলে আগামী ২৭ সেপ্টেম্বর মহাকাশযানটি উৎক্ষেপণ করা হতে পারে। আগামী ৫ নভেম্বর পৃথিবীতে ফিরে আসা রকেটের টেস্ট ক্যাপসুলের (ওরিয়ন) সমুদ্রে অবতরণের মাধ্যমে অভিযানটি শেষ হবে। তবে শর্ত পূরণ না হলে রকেট উৎক্ষেপণের তারিখ পিছিয়ে ২ অক্টোবর করা হতে পারে। 'চাঁদের চারপাশে প্রদক্ষিণের জন্য মনুষ্যবিহীন ক্যাপসুল ওরিয়ন পাঠাতে প্রস্তুত করা হয়েছে নাসার এযাবতকালের সবচেয়ে শক্তিশালী রকেট এসএলএস। ভবিষ্যতে মানুষ নিয়ে চন্দ্রাভিযানের প্রস্তুতির অংশ হিসেবে এসএলএস রকেটের পাশাপাশি এর ওপরে থাকা ক্যাপসুলের (ওরিয়ন) সক্ষমতা পরীক্ষা করা হবে।
এই অভিযানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃ প্রবেশের সময় ক্যাপসুলটির হিট শিল্ডের স্থায়িত্ব পরীক্ষা করা। বায়ুমণ্ডলে প্রচণ্ড গতিতে ফেরার সময় কয়েক হাজার ডিগ্রি পর্যন্ত গরম হয়ে ওঠে ক্যাপসুলের বাইরের আবরণ। পরবর্তী অভিযান আর্টেমিস- ২ নভোচারীদের চাঁদে নিয়ে যাবে। আর তৃতীয় অভিযান ২০২৫ সালে হওয়ার কথা যেখানে চাঁদের মাটিতে প্রথমবারের মতো কোনো নারী ও অশ্বেতাঙ্গ নভোচারী অবতরণ করবেন। ২০৩০ এর দশকে মঙ্গলগ্রহের যাত্রাকে সামনে রেখে চাঁদে মহাকাশ স্টেশন বানাতে চায় নাসা। চাঁদে স্থিতিশীল উপস্থিতি বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে টিকে থাকার কৌশল রপ্ত করাই এর উদ্দেশ্য।
http://forex-bangla.com/customavatars/1557658682.jpg