PDA

View Full Version : বোনাস নিয়ে কনফিউশনে আছি।



Mas26
2022-08-30, 08:24 AM
মাস প্রায় শেষ হয়ে এসেছে আজকে মাসের 30 তারিখ আসলে গত মাসের বোনাস টা এখনো পর্যন্ত পেলাম না কারণটা সঠিকভাবে জানিনা। সম্মানিত মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত মডারেটরগণ যদি আমাদেরকে এ ব্যাপার একটু সহযোগিতা করতেন তাহলে আমাদের জন্য ভাল হত এবং কোন সমস্যা হলে সেটাও আমাদেরকে একটু জানাতে পারেন তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে হয়তো বা কোন একটা সমস্যার কারণে গত মাসের বোনাস এখনও পর্যন্ত পাইনি।