PDA

View Full Version : মানুষের সঙ্গ দিতে বাজারে আসছে মানবিক রোবট ‘সাইবার ওয়ান’



SumonIslam
2022-08-30, 10:34 AM
‘সাইবার ওয়ান’নামে একটি মানবিক রোবট লঞ্চ করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। এটি মানুষের সঙ্গ দেবে এবং বিভিন্ন কাজেও সহযোগিতা করবে বলে জানা যাচ্ছে। রোবটটি মানুষের আবেগ সনাক্ত করতে পারে। মানুষের কথা বলার ভঙ্গি বিশ্লেষণ করে ৪৫ ধরনের আবেগ শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয়, দুঃখ বা আনন্দের সংবাদ শুনে অভিব্যক্তিও প্রকাশ করে ‘সাইবার ওয়ান’। সম্প্রতি চীনে ‘মিক্স ফোল্ড টু’মডেলের ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠানে রোবটটিকে পরিচয় করিয়ে দেন শাওমির প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জাং। ‘সাইবার ওয়ান’-এর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। মানুষের আদলে তৈরি রোবটটির ওজন ৫২ কেজি। দেড় কেজি ওজন নিয়ে পথ চলতে সক্ষম রোবটটি কারো সাহায্য ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে। আশপাশের ত্রিমাত্রিক ছবি ধারণের পাশাপাশি ৮৫ ধরনের প্রাকৃতিক শব্দও শনাক্ত করতে পারে ‘সাইবার ওয়ান’। অনুষ্ঠানে জানানো হয়, সাইবার ওয়ান শুধু সঙ্গ দেবে না, এটি পরিশ্রমও করতে পারবে। রোবটটিকে শিল্পকারখানায় বিভিন্ন কাজেও লাগানো যাবে। প্রোটোটাইপ এ রোবটটির পূর্ণাঙ্গ সংস্করণ কবে নাগাদ ছাড়া হবে এ সম্পর্কে কিছু জানানো হয়নি। ‘সাইবার ওয়ান’ মানুষের মতোই সমতল জায়গার পাশাপাশি উঁচু-নিচু পথ চলতে সক্ষম। সে পড়ে গেলে একাই উঠে দাঁড়াতে পারে। এমআই সেন্স সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে চেনার পাশাপাশি তাদের অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে।
http://forex-bangla.com/customavatars/468919404.jpg

https://youtu.be/CJhneBJIfOk