PDA

View Full Version : পর্যটনে ১১০০ কোটি ডলার আয়ের লক্ষ্য থাইল্যান্ডের



Montu Zaman
2022-09-01, 05:34 PM
চলতি বছরের দ্বিতীয়ার্ধে পর্যটন খাতে ৪০ হাজার কোটি বাথ (১ হাজার ১০০ কোটি ডলার) আয়ের লক্ষ্য থাইল্যান্ডের। কভিডজনিত বিধিনিষেধ শিথিলের পর গ্রীষ্মমণ্ডলীয় ছুটির গন্তব্যে দর্শনার্থী বেড়ে গিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে পর্যটন সংখ্যায় শক্তিশালী পুনরুদ্ধার দেখেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। এ সময়ে ৪০ লাখেরও বেশি পর্যটক দেশটি ভ্রমণ করেছেন। পুরো বছরে এ সংখ্যা এক কোটিতে উন্নীত হবে বলে আশা থাই সরকারের। আন্তর্জাতিক পর্যটক প্রত্যাবর্তনের কারণে বছরের প্রথম সাত মাসে দেশটিতে ৫৪৯টি পর্যটন-সম্পর্কিত ব্যবসা নিবন্ধিত হয়েছে। এ সংখ্যা গত বছরের তুলনায় ১৬৯ শতাংশ বেশি। সম্প্রতি দেশটির সরকার অক্টোবর থেকে অন্যতম পর্যটন ভিসার মেয়াদ ১৫ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করার ঘোষণা দেয়।
http://forex-bangla.com/customavatars/273147676.jpg