PDA

View Full Version : কম ডিপোজিট নিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব না।



md mehedi hasan
2022-09-04, 02:45 PM
ফরেক্স মার্কেটে একশত বা দুইশত ডলার নিয়ে টিকে থাকা কখনো সম্ভব না।কেউ হয় তো এর ব্যতিক্রম থাকতে পারে।এটা স্বাভাবিক ব্যাপার।তবে অস্বাভাবিক ব্যাপার হলো ফরেক্স মার্কেটে কম ডিপোজিট এর বেশির ভাগ ট্রেডার টিকে থাকতে পারেনা।অনেকে হয়তো বলবে আমার কথা ঠিক না।কিন্তু প্রমাণ হল ফোরামের সদেস্যরা।এখানে অনেক সদেস্য আছে যারা বেশ কয়েক বার একশো বা তারেও বেশি এমাউন্ট এর একাউন্ট্ জিরো করে ফেলেছে।অনেকে বলবে আমি অনেক প্রফিট করেছি।কিন্তু লাভ করেছেন ঠিক আছে কিন্তু একাউন্ট্ টিকাতে পেরেছেন কি।ছোট একাউন্ট্ এ অধিক লাভের আশায় আমরা বড় লটে ট্রেড করে লস করে আবার লস রিকভারির করার জন্য আবার বড় লটে ট্রেড ওপেন করে বারবার একাউন্ট্ জিরো করেছি।যদি আমাদের ডিপোজিট বড় হতো তাহলে লস ট্রেড টিকে স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারতাম।

jasminbd
2022-09-06, 12:51 PM
মূলধন বেশি হোক বা কম হোক সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারলে লক্ষ অনুযায়ী প্রফিট করা যায় এবং অ্যাকাউন্ট ফাকা হওয়ারর সম্ভাবনা কম থেকে। আসলে বাংলাদেশে অনেক নতুন ট্রেডার আছে যারা অনেক কথায় অধিক মূলধন নিয়ে নামে এবং এবং কোন মানি ম্যানেজমেন্ট ছাড়াই ট্রেড করে ফুতুর হয়ে যায়। পরে তারা আবার ব্রোকারকে গালি গালাজ করে। আমি সাধারণত ২:১ প্রফিট/লস ট্রেড করে থাকি এখানে অ্যাকাউন্ট ০ হওয়ার সম্ভাবনা নেই।