PDA

View Full Version : বৈশ্বিক মন্দা কাটিয়ে রপ্তানি ৩৬% বাড়ল আগস্টে



Rakib Hashan
2022-09-05, 01:10 PM
বৈশ্বিক মন্দা আর মূল্যস্ফীতির চাপের মধ্যেও দেশের রপ্তানি আয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত। সদ্যোবিদায়ি মাস আগস্টে আয় হয়েছে ৪৬০ কোটি ৭০ লাখ ডলার। এই আয় গত বছরের আগস্টের চেয়ে ৩৬.১৮ শতাংশ বেশি। আর লক্ষ্যমাত্রার চেয়ে ৭.১৪ শতাংশ বেশি। ২০২১-২২ অর্থবছরের আগস্টে ৩৩৮ কোটি ৩০ লাখ ডালারের পণ্য রপ্তানি হয়েছিল। গতকাল রবিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। বরাবরের মতো রপ্তানির এই উচ্চ প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে এ খাত থেকে আয় হয়েছে ৭১১ কোটি ২৬ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৬.১ শতাংশ বেশি। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৭.২৪ শতাংশ বেশি। এ ছাড়া দুই মাসে ২৬ কোটি ৮৫ লাখ ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫৩ শতাংশ বেশি।
ইপিবিন হালনাগাদ তথ্য অনুযায়ী অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩৯৮ কোটি ৪৮ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছিল, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪.৭২ শতাংশ বেশি ছিল। এ ছাড়া অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) পণ্য রপ্তানি থেকে ৮৫৯ কোটি ১৮ লাখ ডলারের বিদেশি মুদ্রা দেশে এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৫.৩১ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ৪.৫২ শতাংশ।
জুলাই-আগস্ট সময়ে অন্য পণ্যের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয় হয়েছে ২২ কোটি ৩২ লাখ ডলার। প্রবৃদ্ধি প্রায় ২৮ শতাংশ। পাটপণ্য রপ্তানি হয়েছে ১৫ কোটি ৬৬ লাখ ডলারের, প্রবৃদ্ধি প্রায় ২৩ শতাংশ। গত দুই মাসে তিন কোটি ৩৩ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানির ফলে ৬০ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে। অন্যান্য খাতের মধ্যে জুলাই-আগস্ট দুই মাসে ১৭ কোটি ৮২ লাখ ডলারের কৃষিপণ্য এবং হিমায়িত মাছ রপ্তানি থেকে আয় হয়েছে আট কোটি ১৬ লাখ ডলার। এ ছাড়া স্পেশালাইজড টেক্সটাইল রপ্তানি থেকে তিন কোটি ৯৩ লাখ ডলার, বাইসাইকেলে দুই কোটি ৪৯ লাখ ডলার এবং হস্তশিল্প থেকে পাঁচ লাখ ৭২০ হাজার ডলার আয় করেছে বাংলাদেশ।
http://forex-bangla.com/customavatars/2088983475.jpg