Rassel Vuiya
2022-09-05, 01:22 PM
অস্ট্রেলিয়ার আবাসন খাতে মন্দা ভাব বিরাজ করছে। আগস্টে মাসভিত্তিক বাড়ির দাম প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে বেশি কমেছে। অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুদের হার। এ অবস্থায় বাড়ির দামে সামনের দিনগুলোয় আরো পতনের আশঙ্কা করা হচ্ছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। অস্ট্রেলিয়ার আবাসন খাতের সবচেয়ে বড় বাজার সিডনিতে বাড়ির দাম আগের মাসের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ, মেলবোর্নে ১ দশমিক ২ ও ব্রিসবেনে ১ দশমিক ৮ শতাংশ কমেছে। দেশটির বড় সব শহরেই পতনের ধারা অব্যাহত রয়েছে। জাতীয় সূচক অনুযায়ী, এ পতনের দৃশ্য ১৯৮৩ সালের পর এবারই প্রথম দেখা গেল। এ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই নিয়ম-নীতিতে কঠোর পন্থা অবলম্বন শুরু করেছে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া। মে মাসের পর থেকে সুদের হার ১ দশমিক ৮৫ শতাংশে নিতে ১৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ব্যাংকটি। আগামী সপ্তাহে বেসিস পয়েন্ট আরো বাড়ানো হবে বলেও ধারণা করা হচ্ছে। কেয়ারলজিকের গবেষণা প্রধান টিম ললেস বলেন, সুদহারের উন্নতি না হলে এবং ভোক্তাদের মনোভাব পরিবর্তন না হলে বাড়ির দাম স্থিতিশীল হবে না। রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার উচিত নগদ হার আরো ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানো।
http://forex-bangla.com/customavatars/843597743.jpg
http://forex-bangla.com/customavatars/843597743.jpg