PDA

View Full Version : ফরেক্স মার্কেটে অনেক সময় সিন্ধান্তের বিপরীতে কাজ করার ইচ্ছে করে।



md mehedi hasan
2022-09-06, 12:50 PM
ফরেক্স মার্কেটে আমরা বেশির ভাগ সময়ই লস করে থাকি।আবার লাভ যে করিনা তা না।যেহেতু ফরেক্স মার্কেটে আমরা বেশির ভাগ ট্রেড লস করি।সে জন্য আমরা যখন একটি পিয়ার এনালাইসিস করে ট্রেড ওপেন করতে যাই।তখন মনে হয় আমার এনালাইসিস বলছে বাই হবে তখন সেই ট্রেড টা সেল করতে ইচ্ছে করে।একবার ভাবুন তো আমরা অনেক দিন ধরে ফরেক্স মার্কেটে ট্রেড করছি।অনেক কয়টা একাউন্ট্ শেষ করছি।যদি আমরা আমাদের এনালাইসিস এর বিপরীত সিন্ধান্ত নেই।তাহলে একটা একাউন্ট্ ও লস হবে না।তবে আমাদের এই দূরবলতার সুযোগ নিচ্ছে মার্কেট মেকার ব্রোকাররা।আমরা যখন বাই করি ঐ ব্রোকারে অটোমেটিক সিস্টেমে সেল ট্রেড ওপেন করে।এভাবেই আমাদের দূর্বলতাকে সিগনাল হিসাবে ব্যবহার করছে।