PDA

View Full Version : মধ্যপ্রাচ্যে ৪০০ কোটি ডলার পর্যটন আয়ের সুযোগ



SumonIslam
2022-09-08, 06:21 PM
আগামী ২০ নভেম্বর শুরু হবে ফুটবল বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে পর্যটকদের সমাগম বাড়বে। এতে অঞ্চলটিতে ৪০০ কোটি ডলার আয়ের সুযোগ তৈরি হবে। সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, আগামী নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ চলাকালে ফুটবল অনুরাগী ও পর্যটকরা মধ্যপ্রাচ্যের আয়ের বিভিন্ন খাতে ব্যয় করবেন। এর মধ্যে আতিথেয়তা, খাদ্য ও পানীয়, ক্রীড়াসামগ্রী ও ফ্যাশন খাতের মাধ্যমে মধ্যপ্রাচ্য আয় করবে। রেডসিয়ার স্ট্র্যাটেজিক কনসালটিংয়ের দুবাই অফিসের বাজার গবেষণা অনুসারে, ৪০০ কোটি ডলার পর্যটন আয়ের সিংহভাগই পাবে কাতার। আয়ের প্রায় ৮৫ শতাংশই এ দেশটির হবে। তবে ওই সময়ে সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাই পর্যটন আয়ের দ্বিতীয় সর্বাধিক সুবিধাভোগী হবে বলেও গবেষণায় উঠে এসেছে। তবে কাতার বিশ্বকাপ মৌসুমে উড়োজাহাজ ভাড়া, হোটেল শুল্ক আকাশচুম্বী হওয়ায় ফুটবল অনুরাগীদের মধ্যে কিছুটা শঙ্কাও তৈরি করেছে। বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান রেডসিয়ার জানায়, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাদেও মধ্যপ্রাচ্যে ফুটবল বিশ্বকাপের কারণে আরো কয়েকটি দেশের পর্যটন আয়ের সুযোগ রয়েছে। কাতারের পার্শ্ববর্তী দেশ সৌদি আরব, ওমান ও কুয়েতও এ বিশ্বকাপ থেকে আয় করতে পারবে।
গবেষণায় বলা হয়েছে, ডিজিটাল মাধ্যমগুলো আগামী নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপের সময়ে মধ্যপ্রাচ্যে পর্যটকদের খরচ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুই-তৃতীয়াংশ ভোক্তা তাদের ব্যয়ের উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য ও পানীয়, ক্রীড়াসামগ্রী, ভ্রমণ ও বিনোদন খাতে ব্যয় করবেন বলে আশা করা হচ্ছে।
গবেষণায় আরো বলা হয়, এ ব্যয়ের উল্লেখযোগ্য পরিমাণের ৬০ শতাংশের বেশি ডিজিটাল মাধ্যমে ঘটবে বলে আশা করা হচ্ছে। বিশ্বকাপের সময় প্রত্যাশিত পর্যটন আয়ের কারণে এ অঞ্চলে সামাজিক যোগাযোগমাধ্যমগুল য় একটি উন্মাদনা তৈরি হয়েছে।
টিকটকের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার (মেনা) পরিষেবা খাতের মার্কেটিং অ্যান্ড ক্রিয়েটিভ স্ট্র্যাটেজির প্রধান ইউসুফ গাদাল্লাহ বলেন, এ বিশ্বকাপ বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের এ অঞ্চলে এবং শীতকালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম বিশ্বকাপ এটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ডিজিটাল কনটেন্টে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম বিশ্বকাপও এটি।
টিকটকের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার (মেনা) পরিষেবা খাতের মার্কেটিং অ্যান্ড ক্রিয়েটিভ স্ট্র্যাটেজির প্রধান ইউসুফ গাদাল্লাহ বলেন, এ বিশ্বকাপ বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের এ অঞ্চলে এবং শীতকালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম বিশ্বকাপ এটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ডিজিটাল কনটেন্টে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম বিশ্বকাপও এটি। গত বিশ্বকাপের পর বিশ্বে বিশেষ করে খেলাধুলায় ব্যবহারের জন্য বিভিন্ন ডিজিটাল সামগ্রী তৈরি হয়েছে। আমরা এ বিশ্বকাপে খেলা কভারেজ এবং হাইলাইটে সৃজনশীল বিনোদনমূলক সামগ্রী ব্যবহার করতে পারব বলে আশা করছি, যা বিশ্ব আগে কখনো দেখেনি।
রেডসিয়ারের গবেষণায় বলা হয়েছে, ফুটবল বা খেলাধুলা দেখার জন্য টেলিভিশন এখনো শীর্ষস্থানীয় মাধ্যম হিসেবে রয়ে গিয়েছে। তবে ডিজিটাল মাধ্যম অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং খুচরা বিক্রেতা অ্যাপগুলোও পণ্য বিক্রির শীর্ষ প্লাটফর্ম হবে।
রেডসিয়ার স্ট্র্যাটেজি কনসালট্যান্টসের সিনিয়র এনগেজমেন্ট ম্যানেজার অক্ষয় জয়াপ্রকাসান বলেন, কাতার বিশ্বকাপ এ অঞ্চলকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। এর সুফল আগামী কয়েক বছর ধরে ভোগ করবে অঞ্চলটি। বিশ্বকাপ পরিচালনা ব্যয় হিসেবে কাতার বিভিন্ন খাতে ২০ হাজার কোটি ডলার বিনিয়োগ করছে।
http://forex-bangla.com/customavatars/1642399369.jpg