PDA

View Full Version : জুলাই এবং আগস্ট মাসের বোনাস



FRK75
2022-09-13, 05:45 AM
অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমারা ফোরামের সদস্যগন গত জুলাই মাসের বোনাস পাই নাই। ফোরামের রুল অনুসারে প্রতি মাসের বোনাস পরবর্তী মাসের ১০-১৫ তারিখে প্রদান করা হতো তবে বেশ কিছু মাস ১৭-২৯ তারিখে দেয়েছে তার কারন হয়তো ছিল আপডেটের জন্য তবে গত মাসে জুলাই মাসের কোন বোনাস প্রদান করাই হয় নাই আজ সেপ্টেম্বর মাসের ১২ তারিখ হয়ে গেছে জুলাইয়ের বোনাস তো বকেয়া রইলোই আগস্ট মাসের তাও পাওয়া যায় নাই। ফোরদমের মডারেটর রাও কোনরূপ নির্দেশনা ও দেয় নি এমতা বস্থায় কি করনীয় বলে করেন সবাই?

md mehedi hasan
2022-09-15, 11:09 AM
ভাই এর সঠিক ব্যাখ্যা আমরাও জানিনা।ফোরামের কেউ গত দুই মাসের বোনাস পাই নি।আর কি কারনে সঠিক সময়ে বোনাস দিচ্ছে না তাও আমরা জানিনা।সঠিক সময়ে বোনাস না পেলে ট্রেড করতে পারনি।আর আমরা তো লুজার ট্রেডার বোনাস পেয়ে সাথে সাথে লস করি।যদি বোনাস দিবে কি না এর সুনির্দিষ্ট কারন জানাতো তাহলে সান্ত্বনা পেতাম।