kohit
2022-09-13, 01:20 PM
আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইরানের পরমাণু সংলাপে বাধা ও রাশিয়ার জ্বালানি তেল রফতানিতে নিষেধাজ্ঞার প্রভাব ঊর্ধ্বমুখী চাহিদার বিপরীতে সরবরাহকে আরো সংকুচিত করে তুলছে। দাম বাড়ার পেছনে এ বিষয়কেই অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
তথ্য বলছে, গতকাল আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৮৮ সেন্ট বা ১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৯৩ ডলার ৭২ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬৯ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৭ ডলার ৪৮ সেন্টে।
সংশ্লিষ্টরা জানান, রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা আগামী ৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এতে অঞ্চলটিতে জ্বালানি তেলের সংকট ভয়াবহ আকার ধারণ করবে। ফলে এ বছরের শেষ দিকে জ্বালানি তেলের দাম আবারো আকাশচুম্বী হয়ে উঠতে পারে।
বণিক বার্তা
তথ্য বলছে, গতকাল আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৮৮ সেন্ট বা ১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৯৩ ডলার ৭২ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬৯ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৭ ডলার ৪৮ সেন্টে।
সংশ্লিষ্টরা জানান, রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা আগামী ৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এতে অঞ্চলটিতে জ্বালানি তেলের সংকট ভয়াবহ আকার ধারণ করবে। ফলে এ বছরের শেষ দিকে জ্বালানি তেলের দাম আবারো আকাশচুম্বী হয়ে উঠতে পারে।
বণিক বার্তা