PDA

View Full Version : ফুটবল ভক্তরা ব্যয় নিয়ে দুশ্চিন্তায়



Rassel Vuiya
2022-09-13, 04:27 PM
http://forex-bangla.com/customavatars/1502828622.jpg
কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর নিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে। উড়োজাহাজের টিকিট থেকে শুরু করে হোটেলের ভাড়া বেড়ে যাওয়ায় ভক্তরা সাধ্যের মধ্যে কোনো কিছুই পাচ্ছেন না। আগামী ২০ নভেম্বর বিশ্বকাপের আসর বসবে। বিশ্বকাপের কারণে স্বাভাবিক ভাবেই বেড়ে গিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। দুবাইতেও এর প্রভাব পড়েছে। এরই মধ্যে সেখানে উড়োজাহাজের আগাম টিকিটে ও হোটেল রুমের ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে। ক্লিয়ারটিপ মধ্যপ্রাচ্যের বিজনেস হেড অতিশ থাপা বলেন, গত তিন সপ্তাহে অনুসন্ধানের হার ৩৪৪ শতাংশ ও আগাম বুকিংয়ের হার ১৬৩ শতাংশ বেড়েছে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, আমিরাত, সৌদি আরব, লেবানন ও তিউনিসিয়ার নাগরিকরা আগাম কিনছে বেশি। অন্যান্য ট্রাভেল এজেন্সিও অতিশ থাপার কথার সঙ্গে একমত পোষণ করেছে। দোহায় অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য কেবল দোহা নয়; পার্শ্ববর্তী অঞ্চলেও প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। চার তারকা হোটেলগুলোয় প্রতি রাতে রুম ভাড়া ২০০-২৫০ ডলার। কম মানের হোটেলে এ ভাড়া ১০০-২০০ ডলার। ভারত থেকে দোহার বর্তমান ভাড়াই চলছে ৪০০-৪৫০ ডলার। প্রতিদিন এমনকি প্রতি ঘণ্টায় ভাড়া বেড়ে যাচ্ছে। তার ওপর আছে আরেক সমস্যা। ৭-১০ দিনের কমে কোনো গ্রাহককে রুম ভাড়াই দেয়া হচ্ছে না। অর্থাৎ কাতারে কেবল এক রাতের জন্য রুম ভাড়া নেই। উড়োজাহাজের ভাড়া এবং সময়ের সঙ্গে রুম ভাড়া এবং অবস্থানকালের সমন্বয় করতে হিমশিম খেতে হচ্ছে ভক্তদের। যারা এক মাস ধরে সরাসরি খেলা দেখবেন বলে আশায় ছিলেন, তাদের এখন ভাড়া দ্বিগুণ, তিন গুণ কিংবা আরো বেশি দিতে হচ্ছে। এমনটাই দাবি করেছেন ফ্লাই এরোলিংক ট্রাভেলের নির্বাহী প্রধান অমিত উদানি।
গত বিশ্বকাপে রাশিয়ায় ভিসা পাওয়াটাই বড় সমস্যা ছিল। এবার কাতারে অবস্থান করাই জটিল হয়ে উঠেছে। কঠিন হয়ে গিয়েছে দুবাই কিংবা অন্যান্য বাইরের শহরগুলোতেও। এটা সত্য, অবস্থানকারীদের জন্য জমজমাট আয়োজন করেছে কাতার। তবে তা সবার সাধ্যের মধ্যে নেই। মাত্র ১০ মিনিটের দূরত্বে দোহার বন্দরে থাকবে বিলাসবহুল প্রমোদতরী। কিন্তু তাতে রাত যাপনে খরচ পড়বে ৬০৫ থেকে ২ হাজার ৭৭৯ ডলার। বিশেষভাবে নির্মিত ফ্যান ভিলেজে খরচ পড়বে কমপক্ষে ২০৭ ডলার। ফ্লাই দুবাই প্রতিদিন ৬০টি ফ্লাইট পরিচালনা করবে। কুয়েত এয়ারওয়েজ করবে ২০টি, ওমান এয়ার করবে ৪৮টি এবং সৌদিয়া ৪০টি ফ্লাইট পরিচালনা করছে। তবে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রতি ক্ষেত্রেই ভক্তদের অতিরিক্ত অর্থ গুনতে হবে।
দুবাইয়ের প্রাইভেট জেটগুলোর ভাড়াও এরই মধ্যে তিন গুণ বেড়ে গিয়েছে। জেটের আকারের ওপর নির্ভর করে ভাড়া নির্ধারণ করা হচ্ছে। চার থেকে ছয় সিটের জেট মিলছে ১৮ হাজার ডলারে; ১০-১২ সিটবিশিষ্ট জেটের জন্য ৩০ হাজার ডলার। বিশ্বকাপ শুরুই হয়নি। তার আগে এমন খবর বিভিন্ন দেশের ভক্তদের জন্য দুশ্চিন্তার হয়ে উঠেছে। উড়োজাহাজ ভাড়া, হোটেল ভাড়া এবং দিনকার খরচ মেটানোর হিসাব কষতে গিয়ে শেষ অব্দি তাদের কাতার সরাসরি বিশ্বকাপ দেখার চিন্তার মৃত্যু ঘটে কিনা সেটাই এখন সবার চিন্তার প্রধান বিষয়।

Mas26
2022-10-30, 11:18 AM
বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের ঘন্টা শোনা, তারপর মাঠে নেমে ৩-০ গোলে হার, বার্সেলোনার সপ্তাহটা ভালো যায়নি একেবারেই। ভ্যালেন্সিয়ার বিপক্ষে আজ খেলা দেখেও মনে হচ্ছিল, বার্সার সেই শনির দশা বুঝি লা লিগায়ও কাটবে না। কিন্তু রবার্ট লেভানডফস্কি ছিলেন বলে রক্ষা! একেবারে শেষের দিকে গোলশূন্য ড্রই যখন ম্যাচের নিয়তি মনে হচ্ছে, ঠিক সেই সময় ভ্যালেন্সিয়ার জালে বল পাঠিয়ে বার্সেলোনাকে মূল্যবান ৩টি পয়েন্ট এনে দিলেন পোলিশ স্ট্রাইকার।

১-০ গোলের জয়ের পর ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত লিগের শীর্ষে জাভি হার্নান্দেজের দল। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেও ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আজ জিরোনাকে হারালেই অবশ্য আবার বার্সাকে দুইয়ে ঠেলে দিয়ে শীর্ষে চলে যাবে রিয়াল মাদ্রিদ।